আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনি CSC Certificate Download করতে পারবেন। আপনি যদি CSC এর জন্য আবেদন করে থাকেন তাহলে কিভাবে বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেট তৈরি হয়েছে কি না।
CSC Certificate Status Check:-
১) এরজন্য আপনাকে প্রথমে https://register.csc.gov.in/ এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Apply এ ক্লিক করুন।
৩) এরপর Status Check এ ক্লিক করুন ও Reference Number বসিয়ে দিয়ে সাবমিট করে দেখে নিন। CSC Id আসছে কি না ও আবেদন এপ্রুভ হয়েছে নাকি হয়নি।
CSC Certificate Download & CSC Id Password :–
১) এরজন্য আপনাকে প্রথমে https://register.csc.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর My account এ ক্লিক করতে হবে।
৩) এরপর CSC Id বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে।
৪) আপনাকে Fingerprints Or Iris এর মাধ্যমে ভেরিফিকেশন করে নিতে হবে
৫) এরপর পরবর্তী পেজে আপনার হাতের ছাপ দিয়ে ভেরিফাই করতে Dashboard চলে আসবে।
৬) এরপর আপনাকে সার্টিফিকেট অপশনে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে।
CSC Certificate Download Link:- Click