প্রকল্প

ই-শ্রম কার্ড আপডেট অনলাইনে,দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন কিভাবে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কেন্দ্র সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম কার্ড চালু করেছেন। এই অসংগঠিত শ্রমিকদের লিস্টে অনেকেই রয়েছেন ও অনেক ধরনের কাজ রয়েছে। কিভাবে ই-শ্রম কার্ড আবেদন করবেন ও আবেদন করা থাকলে তা কিভাবে ভুল হলে সংশোধন করবেন তা আমরা দেখে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই কেন্দ্র সরকার ই-শ্রম পোর্টালে নাম রেজিস্ট্রেশনকারী আবেদনকারীদের মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, বর্তমান ঠিকানা আপডেট করার জন্য।

কিভাবে ই-শ্রম কার্ড আপডেট করবেন, তা নিম্নে আলোচনা করা হলো… (E-Shram Card Update)

১) ই-শ্রম কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Already Registered Update অপশনে ক্লিক করুন।

E-Shram Card অসংগতি শ্রমিকদের জন্য ই-শ্রম কার্ড অনলাইন আবেদন ২ লক্ষ টাকা ফ্রি

৩) পরবর্তী পেজে E-Shram Card এর UAN Card Number বসিয়ে দিন ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP চলে আসবে তা দিয়ে লগইন করুন।


৫) এরপর Update Profile এ ক্লিক করে আপডেট করে নিন।
৬) আপনি ঠিকানা, একাউন্ট নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, ইনকাম ইত্যাদি যা যা সংশোধন বা পরিবর্তন করতে চান তা সিলেক্ট করে সঠিক বসিয়ে দিয়ে আপডেট করে নিন।
৭) এরপর Back হয়ে এসে Card Download অপশনে ক্লিক করে E-Shram Card টি ডাউনলোড করে নিন।

E-Shram Card Official Website Link:- Apply

উত্তরপ্রদেশে ১.৫ কোটি কর্মীর অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে পাঠানো হয়েছে। প্রতি মাসে ৫০০ টাকা হারে দুই মাসের জন্য এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। সরকার শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের মোট ১,৫০০ কোটি টাকা হস্তান্তর করেছে সরকার জানুয়ারি মাসের শুরুতে ।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button