নয়াদিল্লি: বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপির সঙ্গে মিলে ভোট চুরি করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন। রাহুল গান্ধী দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রালে ভুয়ো ভোটার এবং ডুপ্লিকেট ভোট পড়েছে। তার দাবি এই আসনে কংগ্রেস মাত্র ২.৫৮ শতাংশ ভোটের ব্যবধানে হেরেছে। এর মানে হচ্ছে ভোট চুরি হয়েছে।
এই অভিযোগের পর ভারতের নির্বাচন কমিশন রাহুলের কাছে লিখিত প্রমাণ চেয়েছে। কমিশন বলেছে, যেসব ভুয়া ভোটার আছে বলে রাহুল দাবি করেছেন, তাদের নাম, ভোটার নম্বরসহ বিস্তারিত তালিকা জমা দিতে হবে।
রাহুল গান্ধীর দাবি, এই আসনে প্রায় ১ লাখ ভোট বেআইনিভাবে পড়েছে, যার ফলে তাঁদের প্রার্থী মনসুর আলি খান হেরে গেছেন মাত্র ৩২ হাজার ভোটে।
রাহুল বলেন, কিছু ভোটারের নাম একাধিক বুথে ছিল, কারও কারও নাম তিনটি আলাদা রাজ্যে তালিকাভুক্ত ছিল। এমনকি একটি বিয়ার বারে ৬৮ জন ভোটারের ঠিকানা পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
রাহুল আরও অভিযোগ করেন, মহাদেবপুরা নামের একটি বিধানসভা কেন্দ্রে বিজেপি একাই এক লাখের বেশি ভোটে এগিয়ে যায়। এই ব্যবধানেই পুরো আসনের ফল বদলে যায়।
কর্ণাটকের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাহুল গান্ধী বলেন, ভুয়া ঠিকানা এবং EPIC নম্বর সহ হাজার হাজার নাম যুক্ত করা হয়েছে, যার ফলে আসল ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।
জবাবে নির্বাচন কমিশন জানায়,অভিযোগের প্রমাণ না দিতে পারলে রাহুল গান্ধীর বিরুদ্ধে RP Act 1950-এর ধারা ৩১ এবং বিচার কোড ২০২৩-এর ২২৭ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।