রক্তের দরকার আজ কিংবা কাল, সহজেই রক্তদাতা পাবেন friends2support থেকে!
বিপদ কখনো বলে আসে না! আজ হোক কিংবা কাল, রক্তের দরকার পরতেই পারে,কিভাবে রক্ত জোগাড় করবেন, দেখুন!
বিপদ মানুষকে বলে আসে না, আজ হোক কিংবা কাল! যখন রক্তের দরকার পরে, তখন আমরা রক্তদাতা খুঁজে পাইনা। তবে আর কোনো চিন্তা নেই, friends2support আপনাকে রক্তদাতা খুঁজে দিবে সম্পূর্ণ বিনামূল্যে।
friends2support সংস্থাটি ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শ্রেষ্ঠত্ব পুরস্কার যেমন পেয়েছে, তেমনি Winner of United Nations – World Summit Youth Award সহ একাধিক পুরষ্কার অর্জন করেছে।
friends2support ওয়েবসাইট থেকে আপনি সহজেই, আপনার শহরের রক্তদাতা খুঁজে পেতে পারেন। তবে এরজন্য দিতে হবে না ১ পয়সা পরিমাণও কোনো অর্থ। friends2support সংস্থাকে যেমন দিতে হবে না কোনো অর্থ ঠিক তেমনি রক্তদাতা ব্যক্তিকেও কোনো অর্থ দিতে হবে না।
আপনি যেকোনো গ্রুপের রক্তদাতা জোগাড় করতে পারবেন friends2support ওয়েব পোর্টাল থেকে। আপনার শহরে যে সমস্ত রক্তদাতা এই মহূর্তে Available রয়েছে, তাদের নাম সহ মোবাইল নাম্বার পেয়ে যাবেন এই পোর্টালের মাধ্যমে।
রক্তদাতা খুজে নিন সহজেই friends2support ওয়েব পোর্টাল থেকে এইভাবে!
১) প্রথমে আপনাকে friends2support এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনার কোন গ্রুপের রক্তের দরকার, Blood Group অপশন থেকে তা সিলেক্ট করুন।
৩) এরপর আপনার দেশের নাম সিলেক্ট করুন, রাজ্য, জেলা ও শহর সিলেক্ট করে সার্চে ক্লিক করুন।
৪) নিচে আপনার সামনে, রক্তদাতাদের নামের লিস্ট মোবাইল নাম্বার সহ চলে আসবে।
৫) এরপর সেই সকল রক্তদাতা ব্যাক্তিদের সঙ্গে কথা বলতে পারবেন।
friends2support blood donors website link:- ক্লিক