আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন নিজেকে স্টুডিও ঘিবলির কোনো অ্যানিমেশন মুভির চরিত্র হিসেবে? এখন সেই স্বপ্ন সত্যি করতে AI(এআই) আপনার হাতেই! সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইলের এআই জেনারেটেড ছবি। নরেন্দ্র মোদী রাহুল গান্ধী সহ বিভিন্ন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরা সবাই মেতে উঠেছেন এই ম্যাজিক্যাল ট্রেন্ডে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআইয়ের নতুন ধরনের এক ইমেজ। যার নাম ঘিবলি। ইনফ্লুয়েন্সার থেকে তারকা সবাই মেতেছে এই ছবি তৈরিতে। নিজেদের নানা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটার বিরাট সহ জনপ্রিয় ব্যক্তিদের নানা সময়ের বিশেষ বিশেষ ঘটনার ঘিবলি স্টাইলের ছবি দেখা যাচ্ছে।
স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা আছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
আপনি যদি ঘিবলি-স্টাইলের এআই ছবি তৈরি করতে চান , তাহলে আপনার জন্য সুখবর। এখন ChatGPT বিনামূল্যে ব্যবহারকারীদের জন্যও এই বৈশিষ্ট্যটি চালু করেছে , যা আগে শুধুমাত্র পেইড সাবস্ক্রিপশন প্রদানকারীদের জন্য উপলব্ধ ছিল। এই বৈশিষ্ট্যটি আপনার যেকোনো ছবিকে অ্যানিমেটেড ঘিবলি-স্টাইলে পরিণত করে , আপনার ছবিকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে। এখন সারা বিশ্বের মানুষ ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়ায় এই সুন্দর ছবিগুলি শেয়ার করছে। আসুন জেনে নিই কিভাবে এটা ব্যবহার করবেন এবং ঘিবলি-স্টাইলের ছবি তৈরি করবেন।
ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে এ ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।
সম্প্রতি ওপেনএআইয়ের পক্ষ থেকে জিপিটি-ফোরও লঞ্চ করা হয়েছে। এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আকর্ষণীয় বিষয় হলো, এটির মাধ্যমে স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই হুবহু স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি তৈরি করে দিচ্ছে। এমনকি যে কোনো ছবিকে এ স্টাইলে বদলও করা যাচ্ছে।
ওপেনএআইয়ের নতুন জিপিটি-৪ও ইমেজ জেনারেশন টুলের সাহায্যে, ব্যবহারকারীরা এখন এই ছবি তৈরি করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছবি তৈরি করবেন-
> প্রথমে জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে।
>> বর্তমানে কেবল ওপেনএআই চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।
>> যে ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে।
>> এবার টুলে লিখুন, ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইল।
>> এরপর সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয়ে যাবে।
>> এবার সহজেই সেভ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
চ্যাটজিপিটিতে বিনামূল্যে অনবরত এই ধরনের ঘিবলি তৈরি করা যায় না। ChatGPT plus, Pro এবং আরও নানা ধরনের সাবস্ক্রিপশন নেওয়া থাকলে সেখানে অসংখ্যবার এই ফিচার ব্যবহার করা যায়। নয়তো বিনামূল্যে মাত্র তিনবার ঘিবলি তৈরি করা যায় চ্যাটজিপিটিতে। তবে চিন্তা নেই, বিনামূল্যে এই ধরনের কার্টুন ব্যবহার করা যেতে পারে অন্য প্ল্যাটফর্মে। যেমন – গ্রক-ও,Gemini AI এছাড়াও DeepAI, ক্রেয়ন (Craiyon)-এর মতো প্ল্যাটফর্মেও বানিয়ে নেওয়া যাবে পছন্দমতো জিবলি। প্রম্পট লিখে অথবা ছবি আপলোড করে জিবলি স্টাইল ছবি ব্যবহার করা যাবে।
যেভাবে বানাবেন তার নিম্নরুপ কিছু টিপস দেওয়া হলঃ কোন এআই টুলস এ কিভাবে বানাবেন?
– ChatGPT Plus দিয়ে: ছবি আপলোড করে প্রম্পট লিখুন “Make this Studio Ghibli style”
– Google Gemini (ফ্রী): “Create a Ghibli anime version of this photo” লিখুন
– Grok AI: ছবি আপলোড করে “Ghiblify this image” কমান্ড দিন এরপর আপনার পছন্দের ছবি ঘিবলি অ্যানিমেশন তৈরি করুন।