চাকরি

আপনার জেলায় অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, ইমেইলের মাধ্যমে আবেদন করুন | Cooch Behar District Recruitment 2021 Group C & Group D

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকুরি প্রার্থীদরে জন্য সুখবর।পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।রাজ্যের প্রতিটি জেলা থেকে যেকোনো যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কোচবিহার জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক,আয়া,নার্স,নাইট গার্ড,ম্যানেজার,অডার্লিস্ট,কনড্যাক্টর সহ ইত্যাদি বিভিন্ন পদে।আবেদন করতে হবে জিমেইলের মাধ্যমে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– নাইট গার্ড(Night Guard)
শূন্যপদঃ– ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ– অষ্টম শ্রেণী পাশ
বেতনঃ– এই পদে প্রতি মাসে ৭ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর ও উপরে ৪০ বছর।
পদের নামঃ– অর্ডারলিস(Orderlies)
শূন্যপদঃ– ২ টি, UR-1 & SC-1
শিক্ষাগত যোগ্যতাঃ– অষ্টম শ্রেণী পাশ
বেতনঃ– এই পদে প্রতি মাসে ৭ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর ও উপরে ৪০ বছর।

পদের নামঃ– কাউন্সিলর
শূন্যপদঃ– ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ– সাইকোলজি তে গ্রাজুয়েশন থাকতে হবে।
বেতনঃ– এই পদে প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর ও উপরে ৪০ বছর।
পদের নামঃ– লোয়ার ডিভিশন ক্লার্ক(Lower Division Clerk)
শূন্যপদঃ– ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ
বেতনঃ– এই পদে প্রতি মাসে ১১ হাজার ৮৮০ টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর ও উপরে ৪০ বছরের মধ্যে।

পদের নামঃ– বেঞ্চ ক্লার্ক(Bench Clerk)
শূন্যপদঃ– ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ
বেতনঃ– এই পদে প্রতি মাসে ১৪ হাজার ৭৭০ টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর ও উপরে ৪০ বছরের মধ্যে।
পদের নামঃ– চাইল্ড ওয়েলফেয়ার অফিসার(Child Welfare Officer)
শূন্যপদঃ- ১ টি (মহিলাদের জন্য)
বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ– সাইকোলজি অথবা সোশাল ওয়ার্ক অথবা সোশাল সাইন্সে স্নাতক থাকতে হবে।পাশাপাশি কম্পিউটার অপারেশন এ কাজ করার দক্ষতা ও চাইল্ড সাইকোলজি নিয়ে Child Welfare অথবা Child Development অথবা Child Counselling এ ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯ হাজার ৫০০ টাকা করে এই পদে।

পদের নামঃ– স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট
বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ– কমার্স অথবা একাউন্টান্সি নিয়ে গ্রাজুয়েশন থাকতে হবে।পাশাপাশি কম্পিউটার অপারেশনের ও এই কাজের ৩ বছরের দক্ষতা থাকতে হবে
বেতনঃ– ১৫ হাজার ৪০০ টাকা করে প্রতি মাসে বেতন পাওয়া যাবে এই পদে।
শূন্যপদঃ– ১ টি (পুরুষ এবং মহিলা উভয়েই এই পদে আবেদনের যোগ্য)।
পদের নামঃ– নার্স- প্যারা মেডিকেল স্টাফ(Para Medical Staff-Nurse)
শিক্ষাগত যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ ও পাশাপাশি ডিপ্লোমা থাকবে হবে নার্সিং কিংবা ফার্মাসিতে।এই কাজের ৩ বছরের পুরনো অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ– ১২ হাজার টাকা করে মাসে মাসে বেতন এই পদে।
শূন্যপদঃ– ১ টি (মহিলাদের জন্য)
বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।

পদের নামঃ– হাউস মাদার(House Mother)
শিক্ষাগত যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। পাশাপাশি ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ার নিয়ে চাইল্ড কেয়ার প্রোগ্রাম কিংবা ইন্সটিটিউশনে।
বেতনঃ– প্রতি মাসে ১২ হাজার ১০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদঃ– ১ টি( মহিলাদের জন্য)
বয়সঃ– এই পদে আবেদন কারীর বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
পদের নামঃ– ম্যানেজার অথবা কোঅর্ডিনেটর (Manager/Coordinator)
শিক্ষাগত যোগ্যতাঃ– সরকারি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সাইকোলজিতে গ্রাজুয়েশন অথবা সোশাল ওয়ার্ড ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন। এবং ১ বছরের দক্ষতা থাকতে হবে Child Welfare এবং Counselling এর উপর।
বেতনঃ– ১৯ হাজার ৫০০ টাকা প্রতি মাসে।
বয়সঃ- এই পদে বয়স থাকতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে ।
শূন্যপদঃ– ১ টি ( মহিলাদের জন্য)

পদের নামঃ– নার্স (Nurse)
শিক্ষাগত যোগ্যতাঃ– মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে।নার্সিং এ ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে কিংবা GNM Nursing করে থাকলেও আবেদন করা যাবে।পাশাপাশি কোনো জায়গায় ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ– ১২ হাজার টাকা করে প্রতি মাসে।
শূন্যপদঃ– ১ টি (মহিলাদের জন্য)
বয়সঃ– ২৩ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
পদের নামঃ– আয়া (Ayah)
শিক্ষাগত যোগ্যতাঃ– মাধ্যমিক পূশ কিংবা সমতূল্য কোন পরীক্ষায় পাশ করা থাকলেও আবেদন করা যাবে।এছাড়াও অষ্টম শ্রেণী পাশ করা থাকলেও আবেদন করতে পারবেন। এই কাজ করার পুরনো অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ- ১২ হাজার টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে।
শূন্যপদঃ– ৩ টি ( মহিলাদের জন্য) ST-01,UR-01,OBC-A-01
বয়সঃ- বয়স থাকতে হবে ২১ থেকে ৫০ এর মধ্যে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। একটি আবেদন ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম ফিলাপ করে সাথে শিক্ষাগত যোগ্যতার-সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমান, বাসস্থানের প্রমাণ, জাতিগত শংসাপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট(যদি থাকে),আধার কার্ড,ভোটার কার্ড ইত্যাদি এর সমস্ত কপি জিমেইলের মাধ্যমে পাঠাতে হবে,তবেই আবেদন হয়ে যাবে।এই জেমেইলে পাঠাতে হবে dswocoochbehar@gmail.com
আবেদনের শেষ তারিখ 25/06/2021 বিকেল 5 টা পর্যন্ত। লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, ইন্টারভিউ এর তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন http://coochbehar.nic.in কিংবা Md 360 News পোর্টালেও পেয়ে যাবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম ডাউনলোড

http://coochbehar.nic.in/HTMfiles/Occasional/SocialWelfare090621.pdf

Related Articles

Back to top button