ই-শ্রম কার্ড থাকলে পাবেন ৩০০০ টাকা করে মাসে,দেখুন কিভাবে
কেন্দ্র সরকার অসংগতি শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। এই পোর্টাল থেকে অসংগতি শ্রমিকরা খুব সহজেই ই-শ্রম কার্ড অনলাইনে বানিয়ে নিতে পারবেন। এই কার্ড টি থাকলে শ্রমিক বা কৃষক এককথায় অসংগতি মানুষেরা ১ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার বীমা পেয়ে যাবেন। তার পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ পাবেন যদি ই-শ্রম কার্ডটি থাকে।
ই-শ্রম পোর্টালে ইতিমধ্যেই নতুন আপডেট এসেছে,সেখানে বলা হয়েছে Pradhan Mantri Maandhan Yojana তে আবেদন করলে আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। আপনি নিজেও আবেদন করতে পারবেন কিংবা নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র(CSC) গিয়েও আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো…
আবেদনের শর্তঃ-
১) বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
২) মাসিক ইনকাম ১৫ হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে।
৩) EPF/NPS/ESIC এর সদস্য হলে আবেদন করতে পারবেন না।
৪) আর আপনি যদি income tax দিয়ে থাকেন তাহলে এর লাভ পাবেন না।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করার জন্য লাগবে-
১) আধার কার্ড।
২) মোবাইল নাম্বার।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
আবেদন করার জন্য CSC center এ যেতে হবে কিংবা PM-SYM এর ওয়েবসাইটে গিয়েও নিজে আবেদন করতে পারবেন।
এই প্রকল্পের লাভ কি রয়েছেঃ-
PM-SYM এ আবেদন করলে আপনার বয়স যখন ৬০ বছর হবে তখন প্রতি মাসে ৩০০০ টাকা করে আপনার একাউন্টে চলে আসবে। এর পাশাপাশি যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার স্বামী/স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে।এর লাভ নিতে গেলে
আপনাকে কিছু টাকা(৫০%) দিতে হবে তবে সেই টাকা কোথাও গিয়ে জমা করতে হবে না,অটোমেটিক আপনার একাউন্ট থেকে কেটে নিবে।কত বয়সে কত টাকা দিতে হবে নিচের চার্টটি ফলো করুনঃ-
Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) প্রকল্প নিয়ে কিছু জানার থাকলে নিচের নাম্বারে কল করতে পারেনঃ-
1800 2676 888
Website Link:- Click
Online Apply Direct Link:- Click