ABC Id অর্থাৎ Academic Bank of Credit আইডি। প্রত্যেক শিক্ষার্থীর তৈরি করতে হবে এই ABC Id। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে এখন দরকার পরে ABC Id। আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো কিভাবে ABC Id তৈরি করবেন। ABC Id একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের মতো। যেখানে শিক্ষার্থীর সারাজীবনের অর্জিত শিক্ষার পয়েন্ট Credit থাকবে।
ABC Id তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে?
শুধুমাত্র আধার কার্ড নাম্বার লাগবে পড়ুয়ার, তাহলেই ABC Id তৈরি করা যাবে। আর অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে ABC Id তৈরি করার সময়। কেননা আধার কার্ড নাম্বারে যে মোবাইল নাম্বার সংযোগ করা রয়েছে, সেই মোবাইল নাম্বারে OTP আসবে।
How To Create ABC Id Digilocker / ABC Id Online Create
১) প্রথমে আপনাকে Google এ এসে সার্চ করতে হবে Digilocker লিখে। কিংবা Play Store থেকে Digilocker App ডাউনলোড করে নিন।
২) এরপর Sign Up এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে যে শিক্ষার্থীর ABC Id তৈরি করবেন, তার নাম,জন্ম তারিখ, লিঙ্গ,মোবাইল নাম্বার ও জিমেইল আইডি উল্লেখ করে Submit করুন।
৪) পরবর্তী পেজে OTP বসিয়ে দিয়ে সাবমিট করুন। যে মোবাইল নাম্বার ফর্ম ফিলাপ করার সময় উল্লেখ করা হয়েছে, সেই নাম্বারে OTP আসবে।
৫) এরপর আধার কার্ড নাম্বার উল্লেখ করুন ও Next এ ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে, সেই মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে সাবমিট করলেই Digilocker Id তৈরি হয়ে যাবে।
৬) এরপর আবারও হোম পেজে এসে লগইন করুন, রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার দিয়ে।
৭) হোম পেজে ABC Id এর একটি ঘর থাকবে Education Folder এ।
৮) এরপর সেখানে ক্লিক করে ABC Id তৈরি করে নিন,এরপর ABC Id Card Download করতে পারবেন সেখান থেকেই।
ABC Id তৈরি করার ভিডিও দেখুন এই লিংকে ক্লিক করে: ভিডিও লিংক
Digilocker App Download Link:- Download
Digilocker Website Link:- Click
ABC Id Website Link:- Click