শিক্ষা

WBJEE 2024: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2024 ফর্ম ফিলাপ, পরীক্ষা কবে দেখুন বিস্তারিত!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

West Bengal Joint Entrance Examinations Board ইতিমধ্যেই প্রকাশিত করলো WBJEE 2024 Information Bulletin। উচ্চ মাধ্যমিক পাশ করার পর শিক্ষার্থীরা এই (WBJEE 2024 Exam) পরীক্ষায় বসার সুযোগ পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হচ্ছে, কি শর্ত, আবেদন ফি কত রয়েছে বিস্তারিত দেখে নিচ্ছি আজকের প্রতিবেদনে। এছাড়াও আপনারা WBJEE 2024 Information Bulletin Download করেও তা দেখতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBJEE 2024 From Fill Up / WBJEE From Fill Up 2024

১) প্রথমে আপনাকে www.wbjeeb.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Registration এ ক্লিক করে মোবাইল নাম্বার, জিমেইল আইডি, নাম,ঠিকানা,বাবার নাম,মায়ের নাম ইত্যাদি বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে সঠিকভাবে আবেদন ফর্ম ভরতে হবে।ফটো, সিগনেচার সঠিক ভাবে আপলোড করতে হবে।
৪) অবশেষে পেমেন্ট করে দিলে আবেদন হয়ে যাবে।

WBJEE Exam Date 2024 / WBJEE 2024 Exam Date

WBJEE 2024 Exam Date 28-04-2024 (Sunday)।

Paper-I (Mathematics) পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

Paper-II (Physics & Chemistry) পরীক্ষা শুরু হবে দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

WBJEE 2024 Examination Fee / WBJEE 2024 From Fill Up Fees

WBJEE 2024 আবেদন ফি জেনারেল ছাত্রদের 500 টাকা আর জেনারেল ছাত্রীদের 400 টাকা। অপরদিকে SC/ST/ OBC-A /OBC-B/EWS/PwD/ TFW ছাত্রদের 400 টাকা এবং SC/ST/ OBC-A /OBC-B/EWS/PwD/TFW ছাত্রীদের আবেদন ফি 300 টাকা। এছাড়াও Third Gender প্রার্থীদের আবেদন ফি 300 টাকা করে।

WBJEE 2024 এর Information Bulletin এ WBJEE 2024 From Fill Up Date যদিও প্রকাশিত হয়নি,তবে খুব তাড়াতাড়ি WBJEE 2024 From Fill Up শুরু হচ্ছে। যার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 28/04/2024 তারিখে। আরও বিস্তারিত জানতে Information Bulletin দেখে নিন।

WBJEE 2024 Information Bulletin Download Link: Download 

Related Articles

Back to top button