TET 2022 Form Fill Up – প্রাইমারি টেট ২০২২ ফর্ম ফিলাপ পদ্ধতি দেখুন
আজ থেকে শুরু হয়ে গেলো প্রাইমারি টেট ২০২২ পরীক্ষার ফর্ম ফিলাপ। কিভাবে ফিলাপ করবেন কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
এবছর প্রাইমারি টেট ২০২২ পরীক্ষা ফর্ম ফিলাপ প্রত্যেকেই করতে পারবেন। যদি আপনি D.El.Ed বা B.Ed কোর্সে নাম নথিভুক্ত করে রাখেন তাহলেই হবে।
Primary TET 2022 Form Fill Up Documents:-
1) পাসপোর্ট সাইজের ফটো
2) আধার কার্ড (Front & Back)
3) সিগনেচার
4) ট্রেনিং মার্কশীট বা ভর্তির প্রমান।
5) মোবাইল নাম্বার ও জিমেইল আইডি।
Primary TET 2022 Form Fill Up Process Online:-
১) প্রথমে আমাদের West Bengal Board Of Primary Education এর যেকোনো একটি ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V এ ক্লিক করতে হবে।
৩) এরপর Teacher Eligibility Test 2022 এ ক্লিক করতে হবে।
৪) পরবর্তী ধাপে Application For Teacher Eligibility Test, 2022(TET-2022) এ ক্লিক করতে হবে।
৫) পরবর্তী ধাপের মোবাইল নাম্বার ও জিমেইল আইডি বসিয়ে দিয়ে লগইন করতে হবে।
৬) এরপর ফর্ম টি ফিলাপ করে নিন, নাম,ঠিকানা, শিক্ষাগত প্রমান, ও ফটো- সিগনেচার ইত্যাদি ডকুমেন্টস আপলোড করে সাবমিট করুন।
৭) এরপর পেমেন্ট করলেই আপনার আবেদন হয়ে যাবে।
TET 2022 Form Fill Up Fees:-
SC/ST/PH প্রার্থীদের ৫০ টাকা,
OBC-A/B প্রার্থীদের ১০০ টাকা।
GEN প্রার্থীদের ১৫০ টাকা লাগবে।
Primary TET 2022 Form Fill Up Last Date:-
14/10/2022 থেকে 03/11/2022 পর্যন্ত ফর্ম ফিলাপ করতে পারবেন অনলাইনে।
Primary TET 2022 Online Apply Video:– Video Link
TET 2022 Form Fill Up Online Website:-
Link 1:- Apply
Link 2:- Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক