হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল খুঁজে পাবেন, এখানে রেজিষ্ট্রেশন করলেই

Published By: MD 360 NEWS | Updated:

আমাদের প্রত্যেকের কাছে নিজের পছন্দের একটি Smartphone রয়েছে। কিন্তু সেই Android Phone টি যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে বিষয়টি অন্যরকম হয়ে দাঁড়ায়। সরকার একটি ওয়েবসাইট চালু করলো যার মাধ্যমে আপনি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনটিকে ব্লক করে দিতে পারবো। কেননা আমাদের মোবাইল অনেক পার্সোনাল বিষয় থাকে, যা অন্যের সামনে তুলে ধরা সম্ভব নয়। চোররা সেটিকে কাজে লাগাতে পারে। তাই আমরা IMEI নাম্বার দিয়ে মোবাইল ফোন ব্লক করে দিতে পারবো। কেউ তখন ব্যবহার করতে পারবেন না। পরে মোবাইল ফোন পেলে তা আনব্লক ও করতে পারবো।

হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করুন | How To Find My Lost Android Phone | Lost My Phone How To Track

১) প্রথমে আপনাকে Google এ এসে সার্চ করতে হবে ceir.gov.in লিখে।

২) আপনি এরপর Department Of TELECOMMUNICATIONS এর Central Equipment Identity Register
(CEIR) এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।
৩) নিচে ৩ টি অপশন পাবেন-
ক) Block Stolen/Lost Mobile
খ) Un-Block Found Mobile ও
গ) Check Request Status

৪) আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে Block Stolen/Lost Mobile এ ক্লিক করে নাম, ঠিকানা, মেবাইলের IMEI নাম্বার বসিয়ে দিয়ে।
৫) রেজিষ্ট্রেশন করতেই রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবেন। সেটি দিয়ে Check Request Status এ ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবেন।
৬) এরপর মোবাইল ফোন পেয়ে গেলে Un-Block Found Mobile এ ক্লিক করে রেজিষ্ট্রেশন আইডি মোবাইল নাম্বার বসিয়ে আনব্লক করে মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন।

Website Link:- Click

ভিডিও এর মাধ্যমে সম্পূর্ণ রেজিষ্ট্রেশন দেখুনঃ- ভিডিও লিংক 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক