এবছর (২০২৫ এ) সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
নোবেল কমিটি জানায়,অ্যাপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য গভীর ও দূরদর্শী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূ লাসলো ক্রাসনাহরকাইকে ২০২৫ সালের জন্য সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

সাহিত্যে নোবেলজয়ী হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই চীনা ও জাপানের ভ্রমণের প্রভাব তাকে সাহিত্য রচনা করতে বাধ্য করে । ‘সেইবো দেয়ার বিলো’ সংকলন লাসলো ক্রাসনাহোরকাই-এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ২০০৩ সালের উপন্যাস ‘A Mountain to the North, a Lake to the South, Paths to the West, a River to the East’, যা পরবর্তীতে তাঁর বিখ্যাত সংকলন ‘Seiobo There Below’-এর প্রাককাহিনী হিসেবে দেখা যায়।
আরও পড়ুনঃ Nobel Prize 2025: রসায়নে নোবেল পুরস্কার তিন বিজ্ঞানীর, দেখুন বিস্তারিত!
লাসজলো ক্রাসনাহোরকাইয়ের জন্ম ১৯৫৪ সালের ৫ জানুয়ারি হাঙ্গেরির গিউলায়। তিনি সারা জীবন সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন। তিনি হাঙ্গেরি, ইংরেজি, ফরাসি, জার্মান, সুইডিশসহ বিভিন্ন ভাষায় সাহিত্য রচনা করেন।
লাসলোর সাহিত্যকর্ম দীর্ঘ ও ছন্দময় বাক্যে লেখা, যা বিশৃঙ্খলার মধ্যেই মানবতার সৌন্দর্য ও টিকে থাকার শক্তিকে ফুটিয়ে তোলে।
এছাড়াও গত বছর দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং সাহিত্য পুরস্কার জিতেছিলেন।
২০২৪ এ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাংকে
উল্লেখ্য, ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।এখন পর্যন্ত ১১৭ জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুনঃ ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে তিন জন,দেখুন!