চাকরি

মাধ্যমিক পাশে সরকারি চাকরি ডাক বিভাগের আবেদন করুন Online পদ্ধতিতে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard, Multi Tasking Staff (MTS) পদে কর্মী নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • পদের নামঃ– Multi Tasking Staff (MTS)।
  • বেতনঃ– MTS পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে Level 1 অনুযায়ী 18 হাজার থেকে 56 হাজার 900 টাকা।
  • বয়সঃ– ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন।
  • শিক্ষাগত যোগ্যতাঃ- Multi Tasking Staff (MTS) পদে আবেদন করার জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
  • পদের নামঃ– Postman ও Mail Guard। এখানে দুটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে। কিন্তু যোগ্যতা বয়স একই রয়েছে।
  • বয়সঃ– Postman কিংবা Mail Guard পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
  • বেতনঃ– Postman ও Mail Guard পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে Level 3 অনুযায়ী 21 হাজার 700 টাকা থেকে 69 হাজার 100 টাকা পর্যন্ত।
  • শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। পাশাপাশি নিজস্ব স্থানীয় ভাষা জানা থাকতে হবে এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
  • পদের নামঃ- Postal Assistant ও Sorting Assistant পদে নিয়োগ করা হচ্ছে।
  • বয়সঃ– Postal Assistant এবং Sorting Assistant পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
  • বেতনঃ– Postal Assistant এবং Sorting Assistant পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে Level 4 অনুযায়ী 25 হাজার 500 থেকে 81 হাজার 100 টাকা পর্যন্ত।
  • শিক্ষাগত যোগ্যতাঃ– Sorting Assistant ও Postal Assistant পদে আবেদন করার জন্য স্নাতক পাশ থাকতে হবে পাশাপাশি কম্পিউটার কোর্স করা থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ– Multi Tasking Staff (MTS), Postman, Mail Guard, Postal Assistant এবং Sorting Assistant পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করুন। উপরে উল্লেখিত পদে নিয়োগ করা হচ্ছে যারা রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড় তাদেরকে।

আবেদন ফিঃ– SC/ST/PWBD/ EWS প্রার্থীদের আবেদন ফি লাগবে না, বাকিদের ১০০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ তারিখঃ– 09/12/2023 তারিখ পর্যন্ত।

India post sports quota recruitment apply online:-  Link

India Post Recruitment Notification:- Download

আরও চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button