মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।
বুধবার নিজস্ব ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লেখেন,
“যদিও ভারত আমাদের বন্ধু, তবুও আমরা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতির সম্মুখীন হয়েছি। এর অন্যতম কারণ— ভারতের শুল্ক হার অত্যন্ত বেশি, যা বিশ্বের সর্বোচ্চদের মধ্যে অন্যতম। অন্য দেশগুলোর তুলনায় ভারতের সাথে ব্যবসায় আর্থিক ও অ-আর্থিক বাধাগুলো সবচেয়ে কঠিন ও বিরক্তিকর।”
তিনি আরও বলেন,
“ভারত বরাবরই রাশিয়া থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনে এবং রাশিয়া ও চীনের জ্বালানি খাতে অন্যতম বড় ক্রেতা। অথচ, এই মুহূর্তে বিশ্ব চায়— রাশিয়া যেন ইউক্রেনে রক্তপাত বন্ধ করে।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ শুধু বাণিজ্যিক নয়, এতে ভূরাজনৈতিক বার্তাও স্পষ্ট। ভারতের পণ্যের উপর এই ২৫% শুল্ক জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তুলনায় অনেক বেশি যা ভারতের রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
