Indian Post Office GDS Online Form Fill Up 2025: ইন্ডিয়া পোস্ট থেকে নতুন করে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ ২০২৫ করা হচ্ছে। সারা ভারত তথা পশ্চিমবঙ্গেও এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রামীণ ডাক সেবক পদে মোট ২১ হাজার ৪১৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে গ্রামীণ ডাক সেবক (Post Office GDS Recruitment 2025) পদে অনলাইন আবেদন করবেন ও বেতন কত করে রয়েছে।
পদের নামঃ– গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার (BRANCH POSTMASTER) , অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ASSISTANT BRANCH POSTMASTER) ও ডাক সেবক (DAK SEVAK) পদে।
শূন্যপদঃ– ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে মোট ২১,৪১৩ টি শূন্যপদে।
বয়সঃ– গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর, PwD প্রার্থীরা ১০ বছরের, Pwd+OBC প্রার্থীরা ১৩ বছর ও PwD+SC/ST প্রার্থীরা ১৫ বছর বয়সের ছাড় পাবেন সর্বোচ্চ বয়সে।
শিক্ষাগত যোগ্যতাঃ– গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান, সাইকেল চালার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ– গ্রামীণ ডাক সেবক পদে, ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাসিক বেতন রয়েছে ১২ হাজার টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকা। আর ডাক সেবক ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাসিক বেতন রয়েছে ১০ হাজার টাকা থেকে ২৪ হাজার ৪৭০ টাকা।
আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://indiapostgdsonline.gov.in এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে আবেদন করুন।
আবেদন ফিঃ– ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে আবেদন ফি রয়েছে ১০০ টাকা। SC/ST/PwD/ট্রান্স-উইমিন ও মহিলা প্রার্থীদের আবেদন ফি নেই কিন্তু বাকি OBC/GEN প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা করে।
আরও পড়ুনঃ রাজ্যে ডাটা এন্ট্রি পদে চাকরি ২০২৫, বেতন ১৬ হাজার টাকা?
আবেদন শুরুঃ– গ্রামীণ ডাক সেবক পদে অনলাইন আবেদন শুরু হয়েছে ১০/০২/২০২৫ তারিখে।
আবেদনের শেষ তারিখঃ– গ্রামীণ ডাক সেবক পদে আবেদন চলবে ০৩/০৩/২০২৫ তারিখ পর্যন্ত।
আবেদন সংশোধন তারিখঃ– ০৬/০৩/২০২৫ থেকে ০৮/০৩/২০২৫ তারিখ পর্যন্ত।
India Post GDS Recruitment 2025 Notification:- Download
India Post GDS Recruitment 2025 Apply Online Link:- Apply
Website Link:- Click
India Post GDS 2025 Recruitment West Bengal Vacancy List PDF:- Download