ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (JIPMAT) ২০২৫-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী পড়ুয়ারা ১০ মার্চ, ২০২৫ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানিয়েছেন এনটিএ।
এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা ভারতীয় ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (IIM) বোধগয়া এবং IIM জম্মুতে পাঁচ বছরব্যাপী ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্টে ভর্তির সুযোগ পাওয়া যাবে।
JIPMAT পরীক্ষা ২৬ এপ্রিল ২০২৫ তারিখে কম্পিউটার-বেস্ (CBT) ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই পরীক্ষা নেবে। পড়ুয়ারা NTA-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন । ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি বিদেশি পড়ুয়াদের জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুবিধা রয়েছে। তাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে ১০,০০০ টাকা আর ভারতীয়দের জন্য ১০০০ টাকা।
আবেদন শুরু হবে ১১ ফেব্রুয়ারি, ২০২৫ । ২৬ এপ্রিল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আরো বিস্তারিত জানতে এনটিএর অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন: ক্লিক