আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো যে জব কার্ড কিভাবে বানাবেন, জব কার্ড বানাতে কি কি ডকুমেন্টস লাগবে। আপনি মেবাইল ফোন দিয়েই বাড়িতে বসে জব কার্ড অনলাইন আবেদন করতে পারবেন।
জব কার্ড অনলাইন আবেদন করার পাশাপাশি, জব কার্ড অনলাইন ডাউনলোড ও করতে পারবেন। জব কার্ড আবেদন করার পর স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে জব কার্ড হয়েছে নাকি বাতিল হয়েছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….
Job Card Online Apply West Bengal
১) প্রথমে আপনাকে মোবাইল ফোনের প্লে স্টোর থেকে Umang App টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৩) এরপর সার্চ বারে সার্চ করুন Job Card লিখে আপনার সামনে Job Card এর অপশন চলে আসবে।সেখানে ক্লিক করুন।
৪) এরপর Apply Job Card এ ক্লিক করে, নাম,ঠিকানা, বয়স, ফটো আপলোড করে সাবমিট করুন।
৫) সাবমিট হয়ে গেলে একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে Job Card Status Check এ ক্লিক করে চেক করুন।
৬) জব কার্ড হয়ে গেলে Job Card Download এ ক্লিক করে, জব কার্ড নাম্বার বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন।
Job Card Apply App Download Link:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক