প্রকল্প
জব কার্ড টাকা চেক করুন মোবাইলে এইভাবে নতুন নিয়ম
আপনি যদি ১০০ দিনের কাজ করে থাকেন তাহলে খুব সহজেই মোবাইল দিয়েই আপনি চেক করতে পারবেন, যে আপনার জব কার্ড এর কতদিন কাজ হয়েছে ও আপনি কত টাকা পাবেন।
Job Card Payment Check Online:-
১) প্রথমে আপনাকে জব কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো..
২) এরপর আপনাকে Generate Reports এ ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার রাজ্যের নাম সিলেক্ট করুনও এগিয়ে যান।
৪) পরবর্তী পেজে কোন বর্ষের টাকা চেক করতে চান সিলেক্ট করুন, জেলার নাম, ব্লকের নাম ও গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৫) এরপর আমরা যেহেতু জব কার্ড এর টাকা চেক করবো তাই আমরা Job card/Employment Register এই অপশনে ক্লিক করুন।
৬) এরপর আপনার সামনে জব কার্ড এর লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনি আপনার নাম ও জব কার্ড নাম্বার খুঁজে, সেই নাম্বার এর ওপর ক্লিক করুন।
৭) এরপর মাস্টার রোল নাম্বারে ক্লিক করে দেখে নিন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আসবে।
জব কার্ড ওয়েবসাইট লিংকঃ- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক