মোদি সরকার দিচ্ছে ৫ লক্ষ টাকা ফ্রিতে এই কার্ড থাকলে,আবেদন করুন মোবাইলে

Published By: MD 360 NEWS | Updated:

কেন্দ্র সরকার চালু করেছে pradhan mantri ayushman yojana Health Card। এর মাধ্যমে ৫ লক্ষ টাকা করে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করার জন্য। এই টাকা PMJAY কার্ডে থাকবে,সেই কার্ড দিয়ে আপনি দেশের যেকোনো সরকারি ও বেসরকারি হসপিটালে চিকিৎসা করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আয়ুষ্মান ভারত কার্ড আবেদন ও ডাউনলোড আপনি অনলাইনে করতে পারবেন। এরজন্য আর তথ্য মিত্র কেন্দ্রে যেতে হবে না। কেন্দ্র সরকার আয়ুষ্মান হেল্থ আইডি কার্ড এর নতুন পোর্টাল চালু করেছেন। নতুন পোর্টাল থেকে কিভাবে আপনি আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড আবেদন ও ডাউনলোড করতে পারবেন দেখুন।

Ayushman Bharat Health Card Online Apply & Download Process:-

১) এরজন্য আপনাকে প্রথমে আয়ুষ্মান হেল্থ আইডি কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…


২) এখানে আপনি অসংখ্য অপশন দেখতে পারবেন। How To Get Ayushman Card – এই মেনুতে অনকগুলো সাব মেনু রয়েছে।


i) Register Yourself & Search Beneficiary,
ii)Do Your eKYC & wait for Approval,
iii) Download Your Ayushman Card।

৩) প্রথমে আপনাকে Register Yourself & Search Beneficiary অপশনে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে।
৪) এরপর আপনি একটি লগইন আইডি পেয়ে যাবেন। এছাড়াও রেজিস্ট্রার মোবাইল নাম্বার এও আইডি পাঠিয়ে দিবে আপনাকে।
৫) এরপর Do Your eKYC & wait for Approval এই অপশনে ক্লিক করুন।


৬) মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন ও রাজ্যের নাম,জেলার নাম,ব্লক / গ্রামের নাম দিয়ে লিস্টে নাম খুঁজুন।
৭) এরপর রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে eKYC update করক কার্ড ডাউনলোড করে নিন।

Ayushman Health Card Online New Portal Link:- Apply

Ayushman Health Card Online Apply Video:- দেখুন

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক।