প্রকল্প

কৃষক বন্ধু নতুন প্রকল্প ফর্ম ফিলাপ ও কি কি ডকুমেন্টস দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠিয়ে থাকেন,রাজ্য সরকার। যদি নিজের নামে জমি না ও থাকে,তবুও ওয়ারিশ সূত্রে এই প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করা যাবে। সর্বোচ্চ ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।এছাড়াও কৃষক বন্ধুর মৃত্যু হলে তার পরিবাকে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়া হয়ে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য ডকুমেন্টস / krishak bandhu form fill up ki ki documents lagbe

১) ভোটার কার্ড,
২) আধার কার্ড,
৩) কৃষকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই / ক্যান্সেল চেক।অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার ও আধার কার্ড নাম্বার লিংক থাকতে হবে।
৪) কৃষকের নিজস্ব জমির দলিল বা পর্চা, নিবন্ধনের নথি বা পাট্টা, বনবিভাগের পাট্টা ইত্যাদি।
৫) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো।
৬) ওয়ারিশ সূত্রে আবেদন করলে,গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা / Krishak Bandhu Prakalpa Facility

১) কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা, দুই কিস্তিতে রবি মরশুম ও খারিফ মরশুমে পাওয়া যায়।
২) কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত কোনো কৃষকের মৃত্যু হলে, তার পরিবার এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার জন্য আবেদন করতে পারবেন।
৩) কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে সরকারের কাছে বেশি দামে ধান বিক্রি করার সুবিধা।

কৃষক বন্ধু প্রকল্প আবেদন পদ্ধতি / Krishak Bandhu Prakalpa Application

১) প্রথমে আপনাকে নিচে দেওয়া Krishak Bandhu From টি ডাউনলোড করে নিতে হবে।


২) কিংবা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে অথবা কৃষি অফিস থেকে কৃষক বন্ধু ফর্ম সংগ্রহ করতে পারবেন।
৩) এরপর ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করে,ডকুমেন্টস সহকারে নিকটবর্তী কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আবেদন হয়ে যাবে।

Krishak Bandhu From:- ডাউনলোড

Website Link:- ক্লিক

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related Articles

Back to top button