চাকরি

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ,আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

WEST BENGAL POLICE RECRUITMENT BOARD এর তরফ থেকে আজকে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে কর্মী নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করলো। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট ( Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant)।
নিয়োগঃ– সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে।
শূন্যপদঃ– ১৬৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে সাব ইন্সপেক্টর পুরুষ ১৫৬ টি, সাব ইন্সপেক্টর মহিলা ৯ টি ও ইন্সপেক্টর ৪টি।


বয়সঃ– বয়স থাকতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। ০১/০১/২০২৩ অনুয়ায়ী বয়সের হিসাব করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
যোগ্যতাঃ– যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ করা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলা ভাষা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে।
বেতনঃ– – Level -10 অনুয়ায়ী প্রতি মাসে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত বেতন রয়েছে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
আবেদন শুরু হবেঃ- ২৯/০৮/২০২৩।
আবেদন শেষ হবেঃ– ১৮/০৯/২০২৩।
আবেদন ফিঃ– SC/ST প্রার্থীদের 20 টাকা আর বাকিদের দিতে হবে 270 টাকা করে আবেদন ফি।
শারীরিক পরিমাপঃ-


শারীরিক দক্ষতার পরীক্ষাঃ-

নির্বাচন পদ্ধতিঃ

Preliminary Exam ( 200 Marks)
Physical Measurement Test (PMT)
Physical Efficiency Test (PET)
Main/ Final Exam ( 200 Marks : 3 Paper)
Personality Test ( 30 Marks)
Medical Examination

Website Link:Click
Online Apply Link:Apply
Notification Link:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

Related Articles

Back to top button