চাকরি

ইন্টারভিউ এর মাধ্যমে ভলেন্টিয়ার নিয়োগ,আবেদন করুন আজকেই

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে ভলেন্টিয়ার নিয়োগ। রাজ্যে ব্লকে ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ এর নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবেন। দেখুন আবেদন পদ্ধতি, বেতন,বয়স,যোগ্যতা ইত্যাদি নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Para Legal Volunteers
শূন্যপদঃ– ৩৬টি।
যোগ্যতাঃ– আবেদনকারীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে পাশাপাশি কম্পিউটার এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে।
বয়সঃ– আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
বেতনঃ– ভলেন্টিয়ার পদে প্রার্থীদের দৈনিক ৫০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নিচে দেওয়া ফর্মটি ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় ডকুমেন্টস সহকারে জমা করতে হবে।

ডকুমেন্টসঃ
১) আবেদন ফর্ম
২) পাসপোর্ট সাইজের ফটো।
৩) বয়সের প্রমাণ পত্র।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান।
৫) কম্পিউটার সার্টিফিকেট।
৬) অন্যান্য অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ– The Secretary, District Legal Services Authority, Nadia” Address ADR Centre, District Judges Court Compound, Krishnagar, Nadia, Pin-741181

আবেদনের শেষ তারিখঃ– 12/09/2023। নদিয়া জেলার কৃষ্ণনগর সদর সাব-ডিভিশনের তরফ থেকে বিভিন্ন ব্লকে এই ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

Website Link:Click
Notification & From:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

Related Articles

Back to top button