Krishak Bandhu Payment Released 2025: কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে ব্যাঙ্কে দিচ্ছে, দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ থেকে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় খরিফ মরশুমের টাকা পাঠানো শুরু করলো রাজ্য সরকার। আজ বীরভূম জেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। আর সেই মঞ্চ থেকেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য প্রতীক্ষিত কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাঠানো প্রক্রিয়া শুরু করলেন বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ থেকে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় খরিফ মরশুমের টাকা পাঠানো শুরু করলো রাজ্য সরকার। আজ বীরভূম জেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। আর সেই মঞ্চ থেকেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য প্রতীক্ষিত কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাঠানো প্রক্রিয়া শুরু করলেন বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় চলতি খরিফ মরশুমে ১ কোটি ৯ লক্ষের বেশি কৃষক ও বর্গাদার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২৯৩০ কোটি টাকা পাঠানো হচ্ছে। আজ থেকে ধাপে ধাপে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে।

কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায়, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে দেওয়া হয়। আর এই টাকা দুটো কিস্তি অর্থাৎ রবি মরশুম ও খরিফ মরশুমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয়ে থাকে।

কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই আপনার নামে চাষযোগ্য জমি থাকতে হবে। এরপর নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করে, সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে। এরপর আবেদন হয়ে গেলে৷ পরবর্তী কিস্তি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে।

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর, আবেদনের স্ট্যাটাস/স্থিতি জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে করে। এরপর সেখান থেকে আবেদনের স্থিতি যাচাই করে আপনাকে জানিয়ে দিবে, আপনার আবেদন বর্তমান কোন পর্যায়ে রয়েছে।

Krishak Bandhu Prakalpa Status Check Online:- 

১) প্রথমে আপনাকে epaddy এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।

২) এরপর Farmer Self Registration এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার দিয়ে লগইন করুন।

৪) এরপর Krishak Bandhu > Yes এ ক্লিক করুন।

৫) এরপর আধার কার্ড নাম্বার সিলেক্ট করে সার্চ করুন।

৬) দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা, এইভাবে শুধু এটা জানতে পারবেন – কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা। আরও বিস্তারিত জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।

Krishak Bandhu Prakalpa Status Check Link:- Click

Related News