প্রকল্প

কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করার নিয়ম 2023, দেখুন টাকা কবে পাবেন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য সরকার ২০১৯ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। যার মাধ্যমে কৃষক বন্ধুদের আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পকে পুনর্গঠন করে নবরূপে ‘কৃষকবন্ধু’ (নতুন) প্রকল্প নামে চালু করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের খারিফ মরশুমে ৮৮.৭৯ লক্ষ টাকা কৃষকবন্ধু এই সুবিধা পেয়েছেন। এছাড়াও রবি মরশুমে ৯১.৫৭ লক্ষ টাকা কৃষকবন্ধু এই সুবিধা পেয়েছেন। পাঁচ দফায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প এর মাধ্যমে নতুন করে ৩০ লক্ষ কৃষকের নাম ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০১৯ সালের সূচনাকাল থেকে এখনও পর্যন্ত নথিভুক্ত কৃষকদের মোট ১২,৫০০ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে।এছাড়াও ‘কৃষকবন্ধু (মৃত্যুজনিত ক্ষতিপূরণ) প্রকল্পে ১৮ থেকে ৬০ বছর বয়সি কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারের হাতে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

কৃষকবন্ধু বার্ধক্যজনিত পেনশন (FOAP) প্রকল্পের অধীনে ৭৯,৩০১ জন সুবিধাভোগী ‘জয়বাংলা’ প্রকল্পে প্রতিমাসে ১,০০০ টাকা করে পেনশন পাচ্ছেন।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করার নিয়ম / krishak bandhu status check 

১) প্রথমে আপনাকে Krishak Bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর নথিভুক্ত কৃষকের তথ্য ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে নিন।

৪) সার্চ করতেই আপনার সামনে আপনার Status Show হয়ে যাবে।এরপর দেখে নিন,টাকা একাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা।

Krishak Bandhu Website Link:- Click

কৃষক বন্ধু সম্পর্কিত কোনোরকম জানার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন:-

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপের যুক্ত হন: লিংক

Related Articles

Back to top button