কৃষক বন্ধু টাকা দিলো 2026, পেলেন কি? চেক করুন এইভাবে! কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2026? krishak bandhu taka kobe dhukbe 2026

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কৃষক বন্ধুদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান!  কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমের টাকা পাঠানোর শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হলো।  আজ থেকে ধাপে ধাপে প্রত্যেক কৃষক বন্ধুতে আবেদনকারী কৃষকদের ব্যাঙ্কে টাকা জমা শুরু হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করেন।  সেখান থেকেই রাজ্যের কৃষকদের জন্য চালু করা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানোর শুভ সূচনা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যব্যাপী কৃষকবন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করলাম‌।  এর ফলে ১ কোটি ১০ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন যার মোট পরিমাণ ৩,০৩৫ কোটি টাকা।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, আমরা বিশ্বাস করি, কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব।  এছাড়াও এদিন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত ২৯টি রাজ্য ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করেন, যার অর্থমূল্য মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা।

কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢুকলো কিনা, কিভাবে চেক করবেন দেখুন – Krishak Bandhu Prakalpa Payment Check 2026

১) সর্বপ্রথম আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটেও আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা “নথিভুক্ত কৃষকের তথ্য ” – লেখার উপরে ক্লিক করুন।

৩) এরপর পরবর্তী পেজে কৃষকদের আধার কার্ড/ভোটার কার্ড/মোবাইল নম্বর /ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর / কৃষক বন্ধু আইডি ইত্যাদি – যেকোনো ১টি সিলেক্ট করুন।

৪) এরপর সেই আইডি নম্বর উল্লেখ করে পাশের ক্যাপচার ভেরিফাই করে সার্চে ক্লিক করুন। যদি Status – Approved ও Account Valid দেখায়, তাহলে খুব তাড়াতাড়ি টাকা ব্যাঙ্কে জমা হয়ে যাবে।

Krishak Bandhu Status Check Link – কৃষক বন্ধু টাকা ও স্ট্যাটাস চেক লিংকক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।