অষ্টম শ্রেণী ও দ্বাদশ শ্রেণী পাশে গ্রুপ-ডি, গ্রুপ-সি কর্মী নিয়োগ ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন
পশ্চিমবঙ্গের চাকুরি প্রার্থীদের জন্য সুখবর।গ্রুপ-সি এবং ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিলো রাজ্য সরকার, চুক্তির ভিত্তিতে করা হবে নিয়োগ। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি ও উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….
পদের নামঃ– লোয়ার ডিভিশল অ্যাসিস্টেন্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার।
বেতনঃ– ১৩ হাজার ৫০০ টাকা।
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ। সাথে কম্পিউটার জানা থাকতে হবে ও ইংরেজিতে মিনিটে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে থেকে ৩৭ বছরের মধ্যে।
শূন্যপদঃ– ১ টি।
পদের নামঃ-লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট কাম ক্যাশিয়ার।
বেতনঃ– ১৩ হাজার ৫০০ টাকা।
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ। সাথে কম্পিউটার জানা থাকতে হবে ও ইংরেজিতে মিনিটে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে থেকে ৩৭ বছরের মধ্যে।
শূন্যপদঃ– ১ টি।
পদের নামঃ– গ্রুপ ডি।
বেতনঃ– ১২ হাজার টাকা।
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে থেকে ৩৭ বছরের মধ্যে।
শূন্যপদঃ– ১ টি।
আবেদন পদ্ধতিঃ– যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য একটি মুখবন্ধ খামে আবেদনপত্রটি ভরিয়ে সাথে ডকুমেন্টস একসাথে করে, স্পিড পোস্ট বা সাধারণ পোস্ট, রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রেজাল্ট, সেলফ অ্যাটেস্টেড এবং পোস্টাল স্ট্যাম্প দেওয়া একটি এনভেলপ পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– Office of the Chairman, District Legal Service Authority, Malda।
আবেদন ফিঃ– আবেদন করার জন্য প্রার্থীদের লোয়ার ডিভিশল অ্যাসিস্টেন্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার ও লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট কাম ক্যাশিয়ার পদে ৩০০ টাকা লাগবে ও গ্রুপ-ডি পদের জন্য ২০০ টাকা লাগবে আবেদন ফি।
আবেদন করার শেষ তারিখঃ– আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর ২০২১ বিকেল ৫টা।
অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ- ক্লিক করুন
আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ- ক্লিক করুন
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংকঃ- ক্লিক করুন