দাদাসাহেব ফালকে পুরস্কারের ভূষিত হতে চলেছেন বাংলা তথা ভারতীয় সিনেমা জগতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমায় মিঠুন চক্রবর্তীর অনবদ্য অবদান অস্বীকার করার উপায় নেই। এবার তিনি পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবে এই বিশেষ পুরস্কার মিঠুন চক্রবর্তীকে প্রদান করা হবে । তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব X-এ ঘোষণা করেছেন ।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। ১৯৭৬ সালে বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে তাঁর অভিনয় জীবনে অভিষেক হয়, আর এই সিনেমাতেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। এরপর ১৯৯২ সালে ‘তাহাদের কথা’ এবং ১৯৯৮ সালে ‘স্বামী বিবেকানন্দ’ সিনেমার জন্য আরও দুটি জাতীয় পুরস্কার জেতেন।
তাঁর দীর্ঘ ৫ দশকের অভিনয় জীবনে, মিঠুন চক্রবর্তী ৩৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে ‘ডিস্কো ড্যান্সার’, এবং ‘ডান্স ডান্স’ উল্লেখযোগ্য। বিশেষ করে ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার মাধ্যমে তিনি এক নতুন যুগের সূচনা করেন।
সাম্প্রতিককালে, ভারত সরকার তাঁকে ২০২৪ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছে, যা দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এবার তিনি পেতে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার। ৮ অক্টোবর, ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে এই বিশেষ সম্মান দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলসহ সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন, যিনি ভারতীয় সংস্কৃতিতে এক আইকন হিসেবে পরিচিত।