শনিবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘অরাজক শাসন’ থেকে মুক্তি পেতে চান।
এই সরকারেই পশ্চিমবঙ্গেও মহা জঙ্গল রাজ চালাচ্ছে। এদিন মোদী বলেন, “বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি”। মোদীর কথায়,
গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে আসে। বিহার আমাদের বিজয়ের পথ দেখিয়েছে। এবার পশ্চিমবঙ্গের পালা।
আজ কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী একথা গুলো বলেন। পশ্চিমবঙ্গের বাচ্চারাও বলছে, সব গ্রাম ও সব শহরের জনগণ পরিবর্তন চাইছে। এছাড়াও ভাসনে বলেন ‘বাঁচতে চাই, বিজেপি তাই।’
এছাড়া মোদী আজ তৃণমূলের এসআইআর বিরোধ করা নিয়েও তোপ দাগে তাঁর কথায়, অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এসআইআর বিরোধ করছে। ত্রিপুরার উন্নয়ন নিয়েও কথা বলেন মোদী।
