NEET Application Form 2022, কিভাবে ফিলাপ করবেন দেখুন

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

NEET Exam 2022 ফর্ম ফিলাপ শুরু হয়ে গেলো। যেসমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? কতটাকা খরচ হবে? তা আজকের প্রতিবেদনে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NEET কি?

NEET হলো সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং নয়। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হলো JEE (Main)। পশ্চিমবঙ্গ সরকার একটি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে তার নাম হলো WBJEE। এরকম অন্য রাজ্যেও আছে। ইঞ্জিনিয়ারিং এর মত রাজ্য ভিত্তিক কোনো আলাদা মেডিক্যাল এন্ট্রান্স নেই। NEET পরীক্ষা শুধু ভারতীয়রা দিতে পারবে, এমনটা নয়। সমস্ত দেশ জুড়ে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি ( Neet Application Form 2022 Fill Up):- 

১) NEET Exam 2022 এর জন্য আবেদন করতে হবে অনলাইনে।

2) এরজন্য NEET ( NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে।

লিংকঃ– https://neet.nta.nic.in/

৩) এরপর Registration for NEET(UG)-2022 এই অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

৪) পরবর্তী পেজে New Registration Option এ ক্লিক করে, আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে।

৫) এখানে নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, নতুন পাসওয়ার্ড ইত্যাদি বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতেই একটি আইডি পেয়ে যাবেন।

৬) এরপর এখানে আপনাকে Contact Details, Personal Details,Aadhaar Details, Apply For & Exam Center Details, Qualification Details,Additional Details, Document Upload এই সমস্ত কয়েকটি ধাপ ফলো করলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

এই ভিডিওতে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখানো হয়েছেঃ- দেখুন ভিডিওটি

NEET Exam 2022 Documents:- NEET Exam 2022 এর ফর্ম ফিলাপ করার সময় আবেদনকারীর কি কি ডকুমেন্টস আপলোড করতে হয়-

1)Scanned copy of passport Size Photo(10 KB to 200 KB, JPG),

2) Postcard size photo (10 KB to 200 KB, JPG),

3) signature ( 4 KB to 30KB, JPG),

4) Left and Right hand Fingers and Thumb impression (10 KB to 200 KB, JPG)

5) Category Certificate (50 KB to 300KB, Pdf)

6) Upload 10th Certificate(50KB to 300KB, Pdf).

7) Person With Disability(PWD) [ 50KB To 300KB, PDF)।

এছাড়াও ফর্ম ফিলাপ করার সময়, আধার কার্ড নাম্বার/ রেশন কার্ড নাম্বার / ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার/ পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টস নাম্বার বসাতে হয়। এছাড়া মাধ্যমিক পাশ ডিটেইলস, একাদশ পাশ ডিটেইলস ও উচ্চ মাধ্যমিক পাশ কিংবা পাঠরত ডিটেইলস উল্লেখ করতে হয়।

NEET Exam 2022 Form Fill Up Examination Fees:- নিচের চার্টে সমস্ত কিছু উল্লেখ রয়েছে

NEET Exam 2022 Last Date Form Fill Up:- 06/04/2022 To 06/05/2022(upto 11.50 PM)

NEET Exam 2022 Age Eligibility:- 

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুনঃhttps://neet.nta.nic.in/

NEET Exam 2022 আপনি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ইত্যাদি ভাষায় পরিক্ষা দিতে পারবেন

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

NEET Exam 2022 Information Bulletin Pdf Download Link:- Download

NEET Exam 2022 Eligibility Criteria Pdf Link:- Download

NEET Exam 2022 Questions Answers Pdf:- FAQs for NEET (UG) – 2022 :- Download

 

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author