আধার কার্ড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তা আমরা সকলেই জানি। এবার সেই আধার কার্ডে UIDAI নিয়ে আসতে চলেছে এক নতুন আপডেট কিংবা পরিবর্তন। আধার কার্ডে থাকবে না আর নাম ঠিকানা সহ ব্যক্তিগত কিছু তথ্য। আমরা সকলেই জানি – স্কুল, কলেজে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড হোক কিংবা পাসপোর্ট তৈরি করতে দরকার আমাদের আধার কার্ড। এবার সেই আধার কার্ড পরিবর্তন করতে চলছে UIDAI।
বর্তমানে আমাদের হাতে থাকা আধার কার্ড ও নতুন আধার কার্ডের মধ্যে থাকবে বিস্তর ফারাক। এখন আধার কার্ডে যেমন আধার হোল্ডারের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফটোর মতো নানা তথ্য উল্লেখ থাকে। কিন্তু নতুন আধার কার্ডে থাকবে না নাম, ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য। তবে নতুন আধার কার্ডে থাকবে ফটো ও একটি ইউনিক কিউআর কোড (QR Code) আর যা স্ক্যান করলে বেরিয়ে আসবে আধারের সকল তথ্য। এর ফলে অনলাইন জালিয়াতি সহজেই রোখা যাবে বলে জানিয়েছেন আধার কর্তৃপক্ষ।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই চালু হতে পারে নতুন আধার কার্ড। নতুন আধার কার্ডে থাকবে না নাম ও ঠিকানা! থাকবে শুধু ফটো ও একটি বিশেষ ইউনিক কিউআর কোড (QR Code)। আর সেই কিউআর কোড স্ক্যান করলেই স্ক্যান করলেই বেরিয়ে আসবে নাগরিকের আধারে থাকা সমস্ত তথ্য। আর এর জন্য UIDAI আনতে চলছে একটি নতুন অ্যাপ (New App), সেই নতুন অ্যাপ থেকে করা যাবে স্ক্যান। অপরদিকে পুরনো mAadhar অ্যাপ বাদ দিয়ে আধার কর্তৃপক্ষ আনতে চলছে নতুন এই অ্যাপ।
হোটেল কিংবা কোনো ইভেন্ট বা বেসরকারি কোনো সংস্থা পরিচয় পত্রের প্রমাণ হিসাবে আধার কার্ডের জেরক্স কপি সংরক্ষণ করে থাকে। আর তা থেকেই নাগরিকদের তথ্য চুরির মতো নানান ঘটনা ঘটে থাকে। নতুন আধার কার্ডে এবার থেকে থাকবে সুরক্ষা বলয়, কোথায় সেই আধার কার্ড ব্যবহার হলো তা জানা যাবে নতুন অ্যাপে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই নাগরিকরা পেতে চলেছে নতুন আধার কার্ড।









