ট্রেন্ডিং খবর

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন নভেম্বর থেকে শুরু,এইভাবে আবেদন করুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন পদ্ধতি শুরু হলো। ২০২৪ সালের নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনি এখন অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে পারবেন। ১ লা নভেম্বর থেকে ৯ ই ডিসেম্বর পর্যন্ত ভোটার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2024 শুরু হবে। আপনি এখন থেকেই নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

New Voter Card Online Apply 2024 West Bengal. Voter Id Card Apply Online 2024 Bangla.

১) প্রথমত আপনাকে ভোটার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।


২) এরপর Sign-Up এ ক্লিক করে মোবাইল নাম্বার ও পছন্দমতো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩) এরপর Login এ ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিন লগইন করুন।
৪) এরপর New registration for general electors অপশনে ক্লিক করুন।
৫) এরপর State, District, Assembly উল্লেখ করে Next এ ক্লিক করুন।
৬) Personal Details এর ঘরে নাম ও ফটো আপলোড করুন।
৭) এরপর স্বামী বা বাবার নাম উল্লেখ করে Next এ ক্লিক করুন।
৮) পরবর্তী ধাপে মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, লিঙ্গ উল্লেখ করুন।


৯) এরপর জন্ম তারিখ ও ঠিকানা উল্লেখ করুন ও তার প্রমান স্বরূপ ডকুমেন্টস আপলোড করুন।
১০) এরপর সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট এ ক্লিক করুন।এরপর রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেটি দিয়ে Track Application এ ক্লিক করে Status Check করুন।

Voter Card Website Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও WhatsApp Group এ জয়েন্ট করুন। 

Related Articles

Back to top button