OBC সার্টিফিকেট Update কিংবা Re-Validation শুরু হয়েছে। এখনOBC-A ও OBC-B অথবা যাদের OBC Certificate এর ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, সকলকে OBC Certificate Revalidation এর জন্য অনলাইন আবেদন করতে হবে ও উপযুক্ত নথি সহকারে নিকটবর্তী SDO অফিসে জমা করতে হবে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে OBC Certificate Revalidation এর জন্য অনলাইন আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? এর পাশাপাশি সার্টিফিকেট Approved হয়েছে নাকি পেন্ডিং রয়েছে, তা কিভাবে যাচাই করবেন অনলাইনে। এছাড়াও OBC Certificate Update হয়ে গেলে অনলাইন থেকে নতুন আপডেট সার্টিফিকেট Download করতে পারবেন।
OBC Certificate Revalidation Documents Required / OBC সার্টিফিকেট রি-ভ্যালিডেশন করার জন্য কি কি নথি লাগবে –
১) অনলাইন Revalidate আবেদন ফর্ম,
২) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড / স্কুল সার্টিফিকেট,
৩) আধার কার্ড,
৪) ভোটার কার্ড,
৫) OBC Certificate,
৬) BDO/SDO Income Certificate (Parents)
৭) BDO/SDO Domicile Certificate – বসবাসের প্রমাণপত্র,
৮) পাসপোর্ট সাইজের কালার ফটো – ১ কপি,
৯) স্ব-ঘোষনা পত্র
১০) বাবার – আধার কার্ড, ভোটার কার্ড / মৃত্যু সার্টিফিকেট – (যদি বেঁচে না থাকে)।
OBC Certificate Self Declaration Form Download Link (স্ব-ঘোষনা পত্র ফর্ম) : Download
OBC Certificate ReValidation Online Apply Process / OBC সার্টিফিকেট Re-Validate (পুনরায় বৈধকরন) অনলাইন আবেদন পদ্ধতি –
১) প্রথমে আপনাকে OBC Certificate এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।
২) এরপর OBC>Apply for OBC তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Do you have any digitized caste certificate> Yes করুন।
৪) এরপর OBC Certificate নাম্বার ও Issue Date উল্লেখ করে Verify এ ক্লিক করুন।
৫) এরপর আবেদন ফর্মের যে সমস্ত অপশন ফাঁকা তা ফিলাপ করুন ও ইনকাম সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে সাবমিট করুন।
৬) আবেদন হয়ে গেলে, Application Form, Service Details Form ও Acknowledgement স্লিপ প্রিন্ট করুন।
৭) এরপর নথি সহকারে ও আবেদন ফর্ম নিকটবর্তী SDO অফিসে জমা করুন।
OBC Certificate Re-Validation Ststus Check Online:
১) প্রথমে আপনাকে OBC Certificate এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর OBC>Application Check এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া Application No বসিয়ে দিয়ে, সার্চে ক্লিক করুন।
৫) এরপর দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।
OBC Certificate Download Online West Bengal:
১) OBC Certificate অনলাইন ডাউনলোড করার জন্য, প্রথমে Caste Certificate এর অফিসিয়াল পোর্টালে আসুন।
২) এরপর OBC>Download Certificate এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Application No অথবা Certificate Number উল্লেখ করুন ও নাম (Capital Word) বসিয়ে দিয়ে Download Certificate এ ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে OBC Certificate চলে আসবে, তা প্রিন্ট করে রেখে দিন।
OBC Certificate Website Link:- Click Now