পুরনো ভোটার কার্ড ডিজিটাল করুন ২ মিনিটে অনলাইনে
পুরনো ভোটার কার্ড ডিজিটাল করুন এবার অনলাইনে। আপনার কাছে যদি পুরনো ভোটার কার্ড থাকে তাহলে আপনি খুব সহজেই তা এখন ডিজিটাল করতে পারবেন (Old Voter Card Replacement To Digital Voter Card)।
আপনি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন ২ মিনিটের মধ্যে।দেখুন কিভাবে আবেদন করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
Voter Card Change
১) প্রথমে আপনাকে ভোটার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ভোটার কার্ড এর দুটো ওয়েবসাইট রয়েছেঃ-
www.nvsp.in/ & https://voterportal.eci.gov.in/।
২) যদি আপনি https://www.nvsp.in/
এই ওয়েবসাইটে আসেন তাহলে আপনাকে এখানে আাসর পর Voter Portal Beta তে ক্লিক করে https://voterportal.eci.gov.in/ এই ওয়েবসাইটে আসতে হবে। কিংবা আপনি সরাসরি https://voterportal.eci.gov.in/ এই ওয়েবসাইটে আসতে পারেন।
৩) এরপর আপনি Create New Account এ ক্লিক করে মোবাইল নাম্বার কিংবা জিমেইল আইডি বসিয়ে দিয়ে নতুন করে আইডি পাসওয়ার্ড তৈরি করে নিন।
৪) এরপর আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এখন Correction Voter এ ক্লিক করুন। ও যার ভোটার কার্ড পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৬) পরবর্তী পেজে যদি ভোটার কার্ডে কিছু ভুল থাকে তা সংশোধন করতে পারবেন কিংবা Voter Id New Format এ ক্লিক কটে নতুন ভোটার কার্ড অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। এরপর নিকটবর্তী BLO এর কাছ থেকে তা পেয়ে যাবেন।
ভিডিও এর মাধ্যমে জানতে দেখুনঃ- দেখুন ভিডিও
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক