Pan Card Correction Online 2025: প্যান কার্ড সংশোধন অনলাইন – নাম/বাবার নাম/জন্ম তারিখ,ফটো, সিগনেচার ও ঠিকানা দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Pan Card Correction Online: প্যান – Permanent Account Number, ১০ সংখ্যার একটি নাম্বার যুক্ত কার্ড, যা অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্রের নথি। প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম, আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার খোলা, মোটা অঙ্কের আর্থিক লেনদেন এছাড়াও প্রপার্টি কেনা-বেচা সহ নানান ক্ষেত্রে বাধ্যতামূলক নথি Pan Card।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে অনেক সময় দেখা যায়, আমাদের প্যান কার্ডের মধ্যে থাকা – নাম, জন্মতারিখ, পিতার নাম/মাতার নাম কিংবা ঠিকানায় ভুল দেখা যায়। আর এখন আপনি সেই ভুল সহজেই সংশোধন করে নিতে পারবেন NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

Pan Card কিভাবে সংশোধন করবেন, চলুন দেখে নেওয়া যাক। আমরা সকলেই জানি, Minor Pan Card Apply (১৮ বছরের নিচে) করার পর, সেই প্যান কার্ডে বাচ্চার ফটো ও সিগনেচার থাকে না। সেখানে শুরু অভিভাবকের সিগনেচার ও প্যান নাম্বারের পাশাপাশি নাম ও জন্ম তারিখ লক্ষ্য করা যায়। প্যান কার্ড সংশোধন পদ্ধতি ফলো করে আপনি ফটো ও সিগনেচার যুক্ত করতে পারবেন, সেই Minor Pan Card এর মধ্যে – যদি বাচ্চার বয়স ১৮ বছরের বেশি হয় থাকে বর্তমানে।

Pan Card Correction করার জন্য দরকার পরবে শুধুমাত্র আধার কার্ড। হ্যাঁ, যদি আপনার আধার কার্ডে ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি ঠিক থাকে – তাহলে শুধুমাত্র আধার কার্ড দিয়েই প্যান কার্ড সংশোধন কিংবা ফটো সিগনেচার যুক্ত বা পরিবর্তন করতে পারবেন। প্যান কার্ড তৈরি করতে দরকার পরে ৩ টি নথির – জন্মের প্রমাণ, পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ পত্র। আর এই ৩ টি তথ্য একটি মাত্র ডকুমেন্টস আধার কার্ডেই রয়েছে, তাই আধার কার্ড দিয়েই কোথাও কোনো নথি না পাঠিয়ে প্যান কার্ড আপডেট করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক, নিচের পদ্ধতি গুলো ফলো করুন –

Pan Card Correction Online Bengali 2025:-

১) প্রথমে আপনাকে NSDL Pan Card এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Type থেকে Change/Correction সিলেক্ট করুন ও Category থেকে Individual সিলেক্ট করুন।
৩) এরপর সঠিক নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও প্যান কার্ড নাম্বার উল্লেখ করুন (UTI থেকে Pan Card তৈরি করলেও এখান থেকে সংশোধন করতে পারবেন)। এরপর সাবমিটে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে Token Number চলে আসবে, এরপর Continue এ ক্লিক করুন।
৫) এরপর আধার কার্ডের শেষ ৪ টি সংখ্যা উল্লেখ করুন। এবং নিচে নাম ও বাবার নাম উল্লেখ করুন সঠিকভাবে, এরপর Next এ ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে Residence সিলেক্ট করে সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করুন। এরপর Next এ ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে ডকুমেন্টস সিলেক্ট করুন, কোন ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছেন। এরপর ফটো, সিগনেচার, ডকুমেন্টস আপলোড করে সাবমিট করুন।

৮) পরবর্তী ধাপে আবেদন মিলিয়ে নিন, ঠিকঠাক থাকলে পেমেন্ট করুন। এরপর OTP ভেরিফাই করলেই আবেদন হয়ে যাবে।
৯) আবেদন হয়ে গেলে Acknowledgement Number পেয়ে যাবেন ও স্লিপ পেয়ে যাবেন (পাসওয়ার্ড – জন্ম তারিখ)।
১০) এরপর আবারও হোম পেজে Track Application এ ক্লিক করে Application Number উল্লেখ করে Status দেখতে পারবেন।
১১) আবেদন হয়ে গেলে ২৪-৭২ ঘন্টার মধ্যে e Pan Card পেয়ে যাবেন জিমেইলে। এছাড়াও ৭-৩০ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে Pan Card পেয়ে যাবেন।

Pan Card Correction Online Bengali 2025 Link: Click Now

Pan Card Correction Status Check Link:Click