আজকে আমরা দেখে নিচ্ছি যে,আপনার প্যান কার্ডটি যে আছে।সেটি যদি ভুল থাকে তাহলে কিভাবে সংশোধন করবেন। আপনার প্যান কার্ডে আপনার নাম,বাবার নাম,ঠিকানা, জন্ম তারিখ, ফটো কিংবা সিগনেচার পরিবর্তন করতে হবে। তাহলে আপনি কিভাবে খুব সহজেই আপনার প্যান কার্ডটিকে সংশোধন করতে পারবেন অনলাইনে তা আজকে আমরা দেখে নিচ্ছি….
১) এরজন্য প্রথমে আপনাকে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে….
২) এরপর Change Or Correction Pan এই অপশন টা সিলেক্ট করুন।
৩) এরপর নিচে আপনার নাম,মোবাইল নাম্বার, জিমেইল আইডি, প্যান কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৪) এরপর পরবর্তী পেজে আপনার আধার কার্ড নাম্বার, বাবার নাম ইত্যাদি বসিয়ে দিয়ে Next এ ক্লিক করুন।
৫) এরপর আপনি আপনার প্যান কার্ডটি সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস দিতে চান, সেটি লিস্ট থেকে সিলেক্ট করে নিন।
৬) এরপর আপনার সুন্দর একটি ফটো ও সিগনেচার আপলোড করুন। তার পাশাপাশি আপনি যেই ডকুমেন্টস সিলেক্ট করেছেন তার Pdf আপলোড করুন।
৭) এরপর পরবর্তী পেজে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনি পেমেন্ট সম্পন্ন করে এগিয়ে যান।
৮) এরপর সর্বশেষে আপনি একটি Acknowledgement Number পাবেন, যেটি দিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
Pan Card Online Correction Link:- Click Now
Pan Card Status Check Online Link:- Click Now
Pan Card correction Online Video Link:- Play
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক