প্রকল্প

Awas Plus App 2025- আবাস প্লাস অনলাইন আবেদন ও সার্ভে বাড়িতে বসে মোবাইল দিয়ে! দেখুন কিভাবে আবেদন করবেন?

যেসমস্ত পরিবারের থাকার জন্য ঠিকমতো বাড়ি নেই কিংবা কাঁচা বাড়ি রয়েছে, তাদের জন্য এই আবাস প্লাস প্রকল্প। আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে ঘর বানানো টাকা দিয়ে থাকে সরকার ও সেই টাকায় আপনি একটি পাকা বাড়ি তৈরি করতে পারবেন।

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার দিতে চলছে বাড়ি বানানোর টাকা। আর তার জন্য আপনাকে অনলাইন আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি মোবাইল অ্যাপলিকেশন চালু করা হয়েছে। এই অ্যাপলিকেশন থেকে আপনি আবাস প্লাস যোজনায় অনলাইন আবেদন জানাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী আবাস প্লাস (PM Awas Plus Yojana) প্রকল্পের মাধ্যমে তাঁরাই সুবিধা পাবেন, যাদের পাকা বাড়ি নেই। পাকা বাড়ি তৈরি করার জন্য কেন্দ্র সরকার এই আবাস প্লাস প্রকল্পের অধিনে বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাওয়া যাবে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে এই Mobile App টি Download করবেন ও কিভাবে ব্যবহার করবেন।

Awaas Plus App থেকে আপনি সহজেই e-KYC এবং Survey এর ফর্ম ফিলাপ করতে পারবেন। অনলাইন আপনাকে সঠিক ভাবে ফর্ম ফিলাপ করতে হবে ও পুরাতন কাঁচা বাড়ির ছবি আপলোড করে দিয়ে সার্ভে সম্পন্ন করতে হবে। এরপর আবেদনের ভিত্তিতে সমস্ত কিছু যাচাই হওয়ার পর আপনি যোগ্য বলে বিবেচিত হলে ঘরের টাকা পাবেন নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে Bank Account)।

PM Awaas Plus E-kyc And Survey App Download Process:-

১) প্রথমে আপনাকে pmayg.nic.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর Main Menu তে ক্লিক করুন।
৩) Main Menu তে ক্লিক করলেই নিচে বিভিন্ন অপশন দেখতে পারবেন, সেখানে AwaasPlus 2024 Survey তে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Awas Plus Survey 2024 App ও Aadhaar FaceRD App ডাউনলোড করতে হবে।
৫) এই দুটো অ্যাপ থেকে আবাস প্লাস যোজনার সার্ভে ও ই-কেওয়াসি সম্পন্ন করতে হবে।

How To Use Awaas Plus 2025 Survey App In Bengali:-

১) প্রথমে আপনাকে Awaas Plus App ডাউনলোড করতে হবে।
২) এরপর ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করুন।

৩) এরপর লোকেশন ও পারমিশন অন করুন।
৪) এরপর Self Survey তে ক্লিক করে নিচে আধার কার্ড নাম্বার উল্লেখ করে অথেনটিক এ ক্লিক করুন।
৫) এরপর আপনার মুখমণ্ডল ক্যামেরার সামনে আনুন ও সবুজ হতেই চোখ একবার বন্ধ করে খুলুন।
৬) এরপর আপনার Ekyc হয়ে যাবে।
৭) পরবর্তী ধাপে একটি পছন্দ মতো চার সংখ্যার পিন বসিয়ে দিয়ে জেনারেট পিন এ ক্লিক করুন।
৮) পরবর্তী ধাপে রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রামের নাম উল্লেখ করে এগিয়ে যান।

PM Awaas Plus 2025 Survey App Download Link:- Download

Aadhaar Face RD App Download Link:- Download

Website Link:- Click

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button