এক কোটি যুবক যুবতী পাচ্ছেন পাঁচ হাজার টাকা, কোন প্রকল্প নিয়ে এলেন মোদী সরকার বিস্তারিত জানুন!
নয়াদিল্লি: মোদী সরকার দেশের বেকার যুবক-যুবতীদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) নামে এই প্রকল্পের অধীনে আগামী ৫ বছরে দেশের বড় বড় ৫০০টি কোম্পানিতে ১ কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। চলতি বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, এবং সম্প্রতি শুক্রবার কার্যকর করা হয়েছে।
কিভাবে মিলবে পাঁচ হাজার টাকা —
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার নির্বাচিত হলে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৫০০ টাকা সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে, আর ৫০০ টাকা ইন্টার্নশিপ করানো কোম্পানি দেবে। এছাড়াও ইন্টার্নশিপের শুরুতে একবার ৬ হাজার টাকাও দেওয়া হবে বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন – (How To Apply PM Internship Scheme Online 2024)-
1. প্রথমে www.pminternship.mca.gov.in এই ওয়েবসাইটে যান
2. পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। এই ফর্মে আপনাকে সাধারণত আপনার নাম, জন্ম তারিখ, যোগাযোগের তথ্য, শিক্ষাগত যোগ্যতা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
3. রেজিস্ট্রেশনের সময় আপনি একটি বৈধ ই-মেইল ঠিকানা এবং মোবাইল নম্বর দিতে হবে। আপনি যে তথ্য দেবেন তা নিশ্চিত করার জন্য একটি ওটিপি মেসেজ পাঠানো হবে।
4. আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যা আপনার লগইন করার সময় ব্যবহার করা হবে।
5. সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে “সাবমিট” বোতামে ক্লিক করুন।
6. রেজিস্ট্রেশনের পরে, আপনাকে আপনার প্রোফাইল তৈরি করতে হতে পারে, যেখানে আপনি আপনার দক্ষতা, অভিজ্ঞতা, এবং অন্যান্য বিস্তারিত তথ্য প্রদান করবেন।
7. ১২ অক্টোবর মধ্যরাত থেকে, প্রার্থীরা পোর্টালে গিয়ে বিভিন্ন কোম্পানির ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
8. কোম্পানিগুলি ১০ অক্টোবরের মধ্যে তাদের প্রয়োজনীয়তা এবং ইন্টার্নশিপের তথ্য প্রকাশ করবে।
10. আবেদন করার পর, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ২৬ অক্টোবরের মধ্যে কোম্পানিগুলিকে দেওয়া হবে।
PM Internship Scheme Eligibility / কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন–
-ভারতীয় নাগরিক হতে হবে
-আবেদনকারীকে নূন্যতম দশম পাশ হতে হবে
-বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
পরিবারের কোনো সদস্য যেন সরকারি চাকরিতে কর্মরত না থাকে।
-পরিবারের বার্ষিক আয় 8 লাখ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
-ইন্টার্নশিপ চলাকালীন কোন প্রকার কোর্স করা করা যাবে না, তবে অনলাইন কোর্স করলে আবেদন করতে পারবেন।
-আইআইটি, আইআইএম এবং যারা ফুল টাইম জব করছেন তারা এই ইন্টার্নশিপ করতে পারবেন না।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প থেকে যেসব চাকরি করতে পারবে —
এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি, ব্যাংকিং ও আর্থিক সেবা, কৃষি, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও অবকাঠামো, টেলিকম এবং এফএমসিজি খাতে কাজের সুযোগ পাবেন যুবক যুবতীরা।