প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে এই কাজ করুন
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের কৃষকদের জন্য একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে বছরে ৬ হাজার টাকা করে একাউন্টে সরাসরি পাঠানো হয়।
আপনি যদি Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana তে আবেদন করে থাকেন তাহলে, তাহলে চেক করে দেখে নিন আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা স্ট্যাটাস চেক:-
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Beneficiary Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে মোবাইল কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর দেখে নিন,আপনার আবেদন এপ্রুভ নাকি বাতিল হয়েছে।
Pradhan Mantri Awas Yojana New List 2023:-
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Beneficiary List এ ক্লিক করুন।
৩) এরপর State,District,Sub-District,Block & Village নাম বসিয়ে দিয়ে Get Report এ ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে আপনার গ্রামের সমস্ত আবেদনকারীর নামের লিস্ট চলে আসবে তা দেখে নিন।
PM Kisan eKYC :-
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা না পাওয়ায় অন্যতম দুটি কারন ১ টি ekyc অপরটি আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক না থাকা।
pm kisan ekyc kaise kare bangla:-
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর e-KYC অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Get Otp তে ক্লিক করুন ও OTP বসিয়ে দিয়ে সাবমিট করুন।
PM Kisan Official Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক