PM Kisan 19th Installment Date 2025: পি.এম কিষান প্রকল্পে 2 হাজার টাকার পরিবর্তে অনেকে 4 ও 6 হাজার টাকা পাচ্ছে! দেখুন বিস্তারিত

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কৃষকদের জন্য সুখবর। সারা ভারত তথা পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা। এই কিস্তি সহকারে পি.এম কিষান যোজনার ১৯তম কিস্তির টাকা আসতে চলছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৯তম (PM Kisan 19th Installment Date 2025) কিস্তি টাকা কবে পাঠানো হবে, তা ইতিমধ্যেই ঘোষণা হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকেরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন। এই টাকা তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা হয়। ডিসেম্বর থেকে মার্চ, এপ্রিল থেকে জুলাই ও আগস্ট থেকে নভেম্বর – এই মাসের মধ্যে ২ হাজার করে মোট ৩টি কিস্তিতে ৬ হাজার টাকা পাঠানো হয়।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ১৯ তম কিস্তির টাকা, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে ২৪শে ফেব্রুয়ারী ২০২৫ তারিখে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৪শে ফেব্রুয়ারিতে বিহারের ভাগলপুর থেকে আনুষ্ঠানিক ভাবে ১৯তম কিস্তির টাকা পাঠানোর কাজ শুরু করবেন। সেই দিন থেকেই কৃষকেরা পি.এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের লাভ পেতে, এখানে আপনাকে আবেদন করতে হবে। PM Kisan প্রকল্পে সহজেই অনলাইন আবেদন জানাতে পারবেন। আবেদন করার পর অনলাইন থেকেই দেখে নিতে পারবেন PM Kisan List এ আপনার নাম উঠেছে কিনা। কিষান সম্মান নিধি প্রকল্পের লিস্টে নাম থাকলে পরবর্তী কিস্তি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার টাকা করে আসা শুরু করবে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠানো হয় DBT এর মাধ্যমে। এর পাশাপাশি যে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার কার্ড নাম্বার লিংক নেই, তাদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে। এরজন্য অবশ্যই নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিংক করে নিতে হবে।

PM Kisan Samman Nidhi Yojana Online Apply: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে পারবেন সহজেই বাড়িতে বসে মোবাইল, কম্পিউটারের মাধ্যমে অনলাইনে। অনলাইন আবেদন করার সময় অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকতে হবে। এর পাশাপাশি কৃষকের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। নিচের ধাপগুলো ফলো করুন অনলাইন আবেদন করার জন্য –

১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর New Farmer Registration এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার আধার কার্ড নাম্বার ও রাজ্য সিলেক্ট করে লগইন করুন।

৪) এরপর আপনার সামনে PM Kisan Online Apply Form টি চলে আসবে।

৫) সঠিকভাবে সমস্ত কিছু ফিলাপ করুন ও ফাইনাল সাবমিট করুন।

৬) আবেদন হয়ে গেলে আপনি একটি রেজিষ্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন ও দেখতে পারবেন লিস্টে নাম উঠেছে কিনা।

PM Kisan Beneficiary List 2025 Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করার পর আপনাকে দেখে নিতে হবে, লিস্টে নাম রয়েছে কিনা। লিস্টে নাম উঠলে আপনি PM Kisan প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। কিভাবে নাম চেক করবেন নিচের ধাপ ফলো করুন –

১) প্রথমে আপনাকে PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Beneficiary List অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে State, District, Sub-District, Block ও Village সিলেক্ট করে Get Report এ ক্লিক করুন।

৪) নিচে আপনার সামনে সেই গ্রামের সমস্ত যোগ্য কৃষকের নাম চলে আসবে, যাদের নাম PM Kisan প্রকল্পে নথিভুক্ত রয়েছে।

৫) লিস্ট থেকে আপনি আপনার নাম চেক করে দেখে নিন রয়েছে কিনা। যদি না থাকে, তাহলে PM Kisan প্রকল্পে আবেদনের স্ট্যাটাস চেক করুন।

PM Kisan Samman Nidhi Yojana Status Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আপনি নিজে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি নিকটবর্তী CSC অর্থাৎ কমন সার্ভিস সেন্টার থেকেও আবেদন করতে পারবেন। পি.এম কিষান যোজনায় আবেদন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, নিচের ধাপ গুলো ফলো করুন –

১) প্রথমে আপনাকে PM Kisan প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Status of Self Registered Farmer/ CSC Farmers এই অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে কৃষকের আধার কার্ড নাম্বার ও স্কিনে ভেসে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে Farmer Status চলে আসবে। সেখানে নাম থেকে শুরু করে ঠিকানা ও কবে আবেদন করছেন তা জানতে পারবেন।

৫) এরপর নিচে থাকা Status অপশনে দেখতে পারবেন আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল।

৬) আবেদন এপ্রুভ হয়ে গেলে আপনাকে Beneficiary Status চেক করে দেখে নিতে হবে টাকা পাচ্ছেন কিনা।

PM Kisan Beneficiary Status Check Online: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করার পর অনলাইন থেকে দেখে নিতে পারবেন, টাকা ব্যাঙ্ক জমা হচ্ছে কিনা। নিচের ধাপ গুলো ফলো করে দেখে নিন –

১) প্রথমে আপনাকে PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর Know Your Status এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিট করে দেখে নিন বিস্তারিত।

৪) রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকলে, Know your registration no এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার দিয়ে তা খুঁজে বের করুন।

PM Kisan Samman Nidhi প্রকল্পে এবার অনেক কৃষক ২ হাজার টাকার পরিবর্তে ৪ হাজার টাকা, অনেকেই আবার ৬ হাজার ও ১০ হাজার টাকা করে পেতে চলেছেন। যদি কোনো কৃষকের পূর্ববর্তী কিস্তির টাকা না জমা হয়ে থাকে, eKyc কিংবা Land Seeding ইত্যাদি কারনে। বর্তমানে সবকিছু ঠিক থাকলে ২৪শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পূর্ববর্তী কিস্তির টাকাও চলে আসবে, যত কিস্তির টাকা বাকি রয়েছে।

PM Kisan Official Website Link:- Click Now