প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা চেক করুন PM Kisan Samman Nidhi Yojana Installment Date West Bengal র

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

3প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের সুবিধা দেশের কৃষকদের জন্য। প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে মোট ৬ হাজার টাকা করে পেয়ে যায় অর্থাৎ ৪ মাস পর পর ২ হাজার টাকা ৩ কিস্তিতে ৬ হাজার টাকা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ও আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে, PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।ওয়েবসাইট লিংক- https://pmkisan.gov.in/

 

লিংকে ক্লিক করতেই প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটটি চলে আসবে। এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন দেখা যাবে এখান থেকে Beneficiary Status & Status Of Self & Beneficiary List থেকে Status চেক করে দেখা যাবে আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল করা হয়েছে।

Related News