জমির খতিয়ান অনলাইন আবেদন ও জমির খতিয়ান অনলাইন ডাউনলোড পদ্ধতি দেখুন!
জমির খতিয়ান অনলাইন আবেদন ও অনলাইন ডাউনলোড পদ্ধতি দেখুন! হাতে থাকা মোবাইল ফোন দিয়েই অনলাইনে ডাউনলোড করুন জমির খতিয়ান/পর্চা, দেখুন বিস্তারিত!
জমির খতিয়ান অনলাইন আবেদন ও জমির খতিয়ান অনলাইন ডাউনলোড করতে পারবেন এখন সহজেই। বাড়িতে বসেই জমির খতিয়ান অনলাইন আবেদন ও ডাউনলোড করে যেকোনো কাজে ব্যবহার করুন। জমির মালিক, জমির পরিমাণ, জমির শ্রেণী ইত্যাদি বিভিন্ন তথ্য উল্লেখ থাকে জমির খতিয়ানে।
আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি, কিভাবে অনলাইনে বাড়িতে বসে সহজ নিয়মে জমির খতিয়ান আবেদন করবেন ও ডাউনলোড করবেন। কম্পিউটার কিংবা লেপটপের যে লাগবে, তা নয়! আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়েই বাড়িতে বসে জমির খতিয়ান আবেদন যেমন করতে পারবেন, ঠিক তেমনি মোবাইল ফোন দিয়েই অনলাইনে জমির খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
জমির খতিয়ান অনলাইন আবেদন ও ডাউনলোড করার আগে জেনে নিন, জমির খতিয়ান কেন গুরুত্বপূর্ণ। জমির যোগ্য মালিক কে? প্রকৃত মালিককে চিহ্নিত করার জন্য জমির খতিয়ান দরকার। এছাড়াও সরকারি প্রকল্পের টাকা পেতে জমির খতিয়ান দরকার পরে, ব্যাঙ্ক থেকে লোন নিতে খতিয়ানের প্রয়োজন। শুধু তাই নয়, এছাড়াও জমি নিয়ে কোনোরকম মামলা ইত্যাদি নানান কাজে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজ করে জমির খতিয়ান।
জমির খতিয়ান অনলাইন ডাউনলোড করার আগে, আপনাকে খতিয়ানের জন্য আবেদন জানাতে হবে। প্রথম ধাপে দেখে নিচ্ছি কিভাবে জমির খতিয়ান অনলাইন আবেদন করবেন। জমির খতিয়ান আবেদন করার জন্য দরকার পরবে খতিয়ান নাম্বার ও জমি যে জায়গায় রয়েছে সেই ঠিকানা ও আবেদনকারীর তথ্য।
জমির খতিয়ান অনলাইন আবেদন পদ্ধতি 2025
ক) প্রথমে আপনাকে Banglar Bhumi ওয়েবসাইটে আসতে হবে।
খ) এরপর Sign in এ ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
গ) যদি আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে Sign Up এ ক্লিক করে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে রেজিষ্ট্রেশন করুন।
ঘ) লগইন করার পর Citizen Service এ ক্লিক করুন।
ঙ) এরপর Service Delivery > ROR Request এ ক্লিক করুন
চ) পরবর্তী পেজে জমির ঠিকানা ও খতিয়ান নাম্বার ও আবেদনকারীর নাম উল্লেখ করে Calculate Fee তে ক্লিক করুন।
ছ) নিচে দেখতে পারবেন, কত টাকা পেমেন্ট করতে হবে খতিয়ান ডাউনলোড করার জন্য তা চলে আসবে।
জ) এরপর পেমেন্ট করে দিলে GRN নাম্বার ও ROR নাম্বার পেয়ে যাবেন তা রেখে দেবেন। আবেদন এপ্রুভ হলে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে মেসেজ পেয়ে যাবেন। এরপর নিচের ধাপটি ফলো করে খতিয়ান ডাউনলোড করে নিন।
জমির খতিয়ান অনলাইন ডাউনলোড পদ্ধতি 2025
ক) প্রথমে আপনাকে Banglar Bhumi ওয়েবসাইটে আসতে হবে।
খ) এরপর Citizen Service এ ক্লিক করুন।
গ) এরপর GRN Search এ ক্লিক করুন ও Request Type থেকে ROR সিলেক্ট করুন।
ঘ) এরপর নিচে GRN Number, Application Number বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে খতিয়ান ডাউনলোড করে নিন।
Banglar Bhumi অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- ক্লিক