Presidency University M.A. Admission 2025: শুক্রবার ৮ আগস্ট থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে ১১ আগস্ট সোমবার পর্যন্ত। ভর্তির প্রবেশিকা পরীক্ষা Presidency University Master’s Degree Entrance Test 2025
(PUMDET 2025) এর আয়োজনের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। এই পরীক্ষার মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এম.এ (MA) ও এম.এসসি (MSc) কোর্সে ভর্তি হতে পারবে পরীক্ষার্থীরা।
WBJEEB-এর ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন ৮ আগস্ট ১১ আগস্ট পর্যন্ত চলবে।
এছাড়াও,রেজিস্ট্রেশনের সময় যদি আবেদনপত্রে কোনও ভুলভ্রান্তি হয়ে যায়, তবে তা সংশোধনের সুযোগ দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ১২ আগস্ট তা সংশোধন করতে পারবে পরীক্ষার্থীরা । পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৯ আগস্ট থেকে ২৪ আগস্টের মধ্যে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার এই পরীক্ষায় বাংলা, রসায়ন, ইংরেজি, ভূগোল, হিন্দি, জীববিজ্ঞান, গণিত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, পদার্থবিদ্যা-সহ একাধিক বিষয়ে ভর্তির সুযোগ মিলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট, রবিবার, দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ২০২৪/২০২৫ সালে অনার্স-সহ স্নাতক হতে হবে নয়তো উক্ত পরীক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে।

এই PUMDET 2025 পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস প্রশ্নে (MCQ) প্রতি পেপারে থাকবে ৫০টি প্রশ্ন, মোট নম্বর ১০০। সময়সীমা ৯০ মিনিট। পরীক্ষাটি অফলাইনে হবে OMR শিটে। উত্তরে কালো বা নীল বলপেনেই বৃত্ত ভরতে হবে।ভুল উত্তরে কাটা যাবে ০.৫ নম্বর। একাধিক উত্তর দিলে সেটি ভুল ধরা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি নেওয়া হবে বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানান।
পরীক্ষার্থীদের PUMDET -2025 পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।
Presidency University M.A. Admission 2025 Online Apply Link:Admission Now