ব্লকে ব্লকে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে,আবেদন পদ্ধতি দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

মাধ্যমিক পাশ যোগ্যতায় ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য ফর্ম জমা করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– আশা কর্মী।
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে।
বয়সঃ– ০১/০১/২০২৩ তারিখ অনুয়ায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়স থাকতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন করার শর্তঃ-
১) আবেদনকারীরকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২) যে সমস্ত ব্লকে নিয়োগ করা হচ্ছে, প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) কেবলমাত্র বিবাহিতা / বিধবা কিংবা আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এই পদে আবেদনের যোগ্য।

ডকুমেন্টসঃ
১) আবেদন ফর্ম।
২) ভোটার কার্ড / রেশন কার্ড।
৩) মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট।
৪) তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শংসাপত্রের প্রমান পত্র দিতে হবে।
৫) নিজের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি কালার ফটো।
৬) আইনত ভাবে বিবাহের / বিধবা / বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের শংসাপত্র।
৭) ৫ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা সহ খাম।

আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অফলাইনে। নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে তা ফিলাপ করে,ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ব্লকের বিডিও অফিসে জমা করুন। বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া আবেদন ফর্ম ও নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

আবেদনের শেষ তারিখঃ– ২৪/১১/২০২৩।

Official Website Link:- ক্লিক

Notification & Application From Download:- Click