রেশন দোকান পরিবর্তন ও পরিবারের হেড পরিবর্তন অনলাইনে
রেশন কার্ড হল একটি সরকারী নথি যা ভারতের রাজ্য সরকারগুলি দ্বারা জারি করা পরিবারগুলির জন্য যা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (NFSA) এর অধীনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ভর্তুকিযুক্ত খাদ্য শস্য কেনার যোগ্য। এগুলি অনেক ভারতীয়দের জন্য একটি সাধারণ পরিচয় হিসাবেও কাজ করে।
NFSA-এর অধীনে, ভারতের সমস্ত রাজ্য সরকারগুলিকে এমন পরিবারগুলিকে চিহ্নিত করতে হবে যারা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কেনার জন্য যোগ্য এবং তাদের রেশন কার্ড সরবরাহ করতে হবে।
আজকে আমরা দেখে নিচ্ছি যে, কিভাবে আপনি আপনার রেশন দোকান পরিবর্তন করতে পারবেন ও রেশন কার্ড এর পরিবারের প্রধানকে পরিবর্তন করতে পারবেন। রেশন কার্ড হেড অফ দা ফ্যামিলি পরিবর্তন করা খুবই সহজ।
Ration Card Head Of The Family Change Form Fill Up / Ration Shop Change Online / Ration Card Form 13 Fill Up Online
১) প্রথমে আপনাকে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর CITIZEN’S HOME এ ক্লিক করুন।
৩) এরপর Apply For Change Ration Shop/Kerosene Oil Shop Of Part Family , Form 13 এখানে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে মোবাইল দিয়ে লগইন করে নিন।
৫) এরপর ফর্ম ১৩ তে ক্লিক করে, কোন কোন সদস্যদোর আলাদা করতে চান তা সিলেক্ট করুন।
৬) এরপর ঠিকানা, রেশন দোকান ও নতুন Head Of The Family Name Select করুন।
৭) এরপর একটি ডকুমেন্টস আপলোড করে দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে।
৮) পরবর্তীতে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, Application Status থেকে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আবেদন এপ্রুভ হলো কি না।
Ration Card Website Link:- Apply
Ration Card Head Of The Family Change Form Fill Up Video:- দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক