রোজ ভ্যালি চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। যে সমস্ত ব্যক্তি রোজ ভ্যালি কোম্পানিতে টাকা রেখেছে বা বিনিয়োগ করেছে, তাদের সেই টাকা ইতিমধ্যেই আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। রোজ ভ্যালিতে জমা করা টাকা ফেরত পেতে আমানতকারীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময়, নির্দিষ্ট নথি সহকারে আবেদন করলে এই টাকা ফেরত পাওয়া যাবে। এরজন্য অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফ থেকে একটি অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে।
রোজ ভ্যালি টাকা ফেরত পেতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। এরজন্য আপনাকে www.rosevalleyadc.com এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট কিছু নথি আপলোড করতে হবে ও সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। রোজ ভ্যালি কোম্পানিতে আপনি যত টাকা জমা করেছেন, সেই টাকা যদি এখনো ফেরত না পেয়ে থাকেন। তাহলে আপনি অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট জায়গায় সেই পরিমাণ টাকা উল্লেখ করে Amount Claim করতে পারবেন।
রোজ ভ্যালি টাকা ফেরত অনলাইন আবেদন পদ্ধতি ( Rose Valley Amount Refund Online Apply):-
১) প্রথমে আপনাকে www.rosevalleyadc.com এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর Upload Certificate অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে ৩টি ধাপে অনলাইন আবেদন জানাতে পারবেন, রোজ ভ্যালি কোম্পানির টাকা ফেরত নেওয়ার জন্য।
- Investor অর্থাৎ বিনিয়োগকারী – যদি বিনিয়োগকারী বেঁচে থাকে তাহলে Investor অপশন সিলেক্ট করে অনলাইন আবেদন জানাতে পারবেন।
- Nominee অর্থাৎ মনোনীত ব্যক্তি – যদি বিনিয়োগকারী বা Investor এর মৃত্যু হয়ে থাকে। তাহলে বিনিয়োগকারী যে ব্যক্তিকে Nominee রেখেছে, সেই ব্যক্তিও রোজ ভ্যালির টাকা ফেরত নেওয়ার জন্য অনলাইন আবেদন করতে পারবেন।
- Others অর্থাৎ অন্যান্য – যদি বিনিয়োগকারী বা Investor এর মৃত্যু হয়ে থাকে। তাহলে বিনিয়োগকারীর উত্তরাধিকারীরা রোজ ভ্যালির টাকা ফেরত নেওয়ার জন্য অনলাইন আবেদন জানাতে পারবেন।
৪) এরপর সঠিকভাবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ব্যাংকের তথ্য, বিনিয়োগের বিবরণ ও নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৫) আবেদন হয়ে গেলে, অনলাইনে www.rosevalleyadc.com এর অফিসিয়াল পোর্টাল থেকে সহজেই আবেদনের স্থিতি যাচাই করতে পারবেন।
রোজ ভ্যালি টাকা ফেরত স্ট্যাটাস চেক (Rose Valley Money Return Status Check):-
১) প্রথমে আপনাকে www.rosevalleyadc.com এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর Investors অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Certificate No উল্লেখ করুন ও নিচে থাকা ক্যাপচারের উত্তর দিন ও সার্চে ক্লিক করুন।
৪) আপনার সামনে Investor Name, Certificate No, Acknowledgement No, Invested Amount ও আবেদনের Status চলে আসবে। Status অপশনে দেখতে পারবেন টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে নাকি এখনো এপ্রুভ হওয়ার জন্য পেন্ডিং এ রয়েছে।
রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য যেসমস্ত আমানতকারী ইতিমধ্যেই আবেদন করেছে, ধাপে ধাপে সেই সমস্ত বিনিয়োগকারী ব্যাক্তিদের টাকা পাঠানো শুরু করে দিয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। আপনি সহজেই সেই সমস্ত লিস্ট অনলাইনে rosevalleyadc.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সহজেই তা ডাউনলোড করে দেখতে পারবেন।
লিস্ট ১: Rose Valley Money Return List Pdf Download:- Download Now
লিস্ট ২: Rose Valley ADC Money Return List Pdf Download:- Download Now
লিস্ট ৩: Rose Valley Amount Return Pdf Name List Download:- Download Now
লিস্ট ৪: Rose Valley Money Return Name List Download PDF: Download Now
রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পেতে যেসমস্ত বিনিয়োগকারী বা Investor কিংবা Nominee বা উত্তরাধিকারী সূত্রে আবেদন জানিয়েছে। কিন্তু তাদের আবেদনের কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে সেই সমস্ত বিনিয়োগকারীদের পুনরায় আবেদন জানাতে হবে।
Rose Valley Money Return Unsuccessful / Reject List Pdf Download:- Download Now
রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- Click
Rose Valley Refund Apply Online Link Direct:- Apply Now