রেল মন্ত্রণালয়ের তরফ থেকে গুরত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে শুরু হলো জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), ডিপো ম্যাটেরিয়াল সুপারইনটেনডেন্ট (DMS) এবং কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিসট্যান্ট (CMA) সহ মোট ২,৫৬৯টি শূন্যপদে নিয়োগ। আজ ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে।
কারা আবেদন করতে পারবে এই পদ গুলোতে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে
জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পদে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে Diploma বা B.E./B.Tech থাকতে হবে। ডিপো ম্যাটেরিয়াল সুপারইনটেনডেন্ট (DMS) পদে ইঞ্জিনিয়ারিং Diploma প্রয়োজন। আর কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিসট্যান্ট (CMA) পদে B.Sc ডিগ্রি তে Chemistry, Physics বা Metallurgy থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স 18 বছর থেকে 33 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের মধ্যে ওবিসিদের 36 বছর এবং এসসি/এসটি প্রার্থীদের 38 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে।
বেতন- স্কেল
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারইনটেনডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিসট্যান্ট পদে নিযুক্তদের মাসিক বেতন ৩৫ হাজার ৪০০ টাকা হবে।
আবেনদন ফি :
ওবিসি ও জেনারেল প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা, তবে যদি তারা CBT-১ পরীক্ষায় বসবে, তারা ৪০০টাকা ফেরত পাবেন।
এছাড়া আর মহিলা, এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ফি ২৫০, যা পরীক্ষায় বসলে সম্পূর্ণ ফেরত দিয়ে দেবে।
পরীক্ষা পদ্ধতি:
এই নিয়োগ প্রক্রিয়া হবে দুটি ধাপে। প্রথমে থাকবে কম্পিউটারভিত্তিক পরীক্ষা (CBT-১ ) যা হবে ১৫০ নম্বরের পরীক্ষা এরপর (CBT -২)১৫০ নম্বরের পরীক্ষা ১২০ মিনিটে হবে। তারপরে নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা হবে।




 
                                
                              
		 
		 
		
 
		 
		
