Wb New Job 2024: রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ প্রচুর শূন্যপদে,আবেদন পদ্ধতি দেখুন!
রাজ্যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন এর যোগ্য। ছেলে ও মেয়ে উভয় যোগ্য প্রার্থীরাই এই পদে আবেদন এর যোগ্য।
নিয়োগ করা হচ্ছে Yoga Instructor পদে, রয়েছে প্রচুর শূন্যপদও। পুরুষদের জন্য রয়েছে 26 টি শূন্যপদ আর মহিলা প্রার্থীদের জন্য রয়েছে 27 টি শূন্যপদ। আজকের প্রতিবেদনে দেখে নিন,এই পদে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন দেওয়া হবে – বিস্তারিত ভালো ভাবে দেখুন আজকের প্রতিবেদনে।
এই পদে আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে 01/01/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। অর্থাৎ প্রার্থীদের বয়স থাকতে হবে 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে।
এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। মাধ্যমিক পাশ এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন।পাশাপাশি Yoga বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে, আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন।
কর্মরত পুরুষ প্রার্থীদের প্রতি মাসে বেতন 8 হাজার টাকা করে এবং মহিলা প্রার্থীদের মাসিক বেতন 5 হাজার টাকা করে।
এই পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে 29/02/2024 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Notification Download Link:- Download
Online Apply Link:- Click