সঞ্চার সাথী‌ অ্যাপ‌ বাধ্যতামূলক নয় জানালেন কেন্দ্র, তাহলে কি বিরোধীদের চাপেই সিদ্ধান্ত বদল!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সাইবার নিরাপত্তা জোর দিতে গিয়ে কেন্দ্রে ‘সঞ্চার সাথী’ অ্যাপ‌ দেশের সব ফোন থাকতে হবে। এমন বিবৃতি জারি করলে শুরু হয় দেশ জুড়ে রাজনৈতিক সোরগোল। ফোনের গোপন নজরদারি এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্নে তৈরি হওয়ায় বিতর্কের মাঝেই সম্প্রতি মঙ্গলবার টেলিকম মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ফোনে ‘সঞ্চার সাথী’ অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক নয়। চাইলে ব্যবহারকারী এটি ব্যবহার করবে, না চাইলে ডিলিট করতে পারবে। মঙ্গলবার এমন বার্তা দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই অ্যাপের মাধ্যমে আমাদের গোপনে নজরদারি কোন কিছু নেই। মূলত এই অ্যাপের মাধ্যমে- ফোন চুরি হওয়া, নকল, বদলে দেওয়া IMEI নম্বর শনাক্ত করা বা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। তাই সাইবার নিরাপত্তা জোর দিতে এমন সিদ্ধান্ত জানান টেলিকম মন্ত্রক।

উল্লেখ্য, যদিও প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ৯০ দিনের মধ্যে যে সব স্মার্ট ফোন বাজারে নতুন করে আসবে, সমস্ত ফোনে এই অ্যাপটি আগে থেকেই প্রি‌ লোড করতে হবে। ফোন প্রস্তুতকারী সংস্থাকে এমনটাই বললেও ফোন ব্যবহারকারীরা এটি রাখতে পারে আবার চাইলে ডিলিটও করতে পারবে। শেষপর্যন্ত বিরোধীদের চাপেই এই সিদ্ধান্ত নিলো কেন্দ্র।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।