টেক টিপস

SC/ST/OBC সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড অনলাইনে দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Cast Certificate হলো জাতিগত শংসাপত্র। কোনো ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত কি না তা প্রামান করে এই কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তিন ধরনের SC, ST & OBC। তবে OBC Certificate এর মধ্যে ২ টো ভাগ আছে OBC-A & OBC-B।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জাতিগত শংসাপত্র অন্যান্য ডকুমেন্টস এর মতো এটি বিভিন্ন স্কলারশিপ ও চাকরি ক্ষেত্রে অনেক কাজে আছে। জাতিগত শংসাপত্র আবেদন করতে হয় অনলাইনে। অনলাইনে আবেদন করার পর নিকটবর্তী B.D.O/S.D.O অফিসে জমা করতে হয়।

Cast Certificate Online Apply West Bengal:

১) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…


২) এরপর Apply For SC/ST/OBC লিংকে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে যার সার্টিফিকেট আবেদন করতে চাচ্ছেন তার নাম,ঠিকানা, বাবার নাম, বয়স, আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন, বংশের কারো সার্টিফিকেট থাকলে তাদের সার্টিফিকেট নাম্বার ও সম্পর্ক উল্লেখ করে এগিয়ে যান।
৪) পরবর্তী পেজে ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে ও ফটো আপলোড করে ফাইনাল সাবমিট করতেই হয়ে যাবে। এরপর Application Recip Copy প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা করলেই হয়ে যাবে।

Cast Certificate Status Check Online:-

১) প্রথমে আপনাকে জাতিগত শংসাপত্র এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর আপনাকে Application Status এ ক্লিক করতে হবে।
৩) এরপর Application Number বসিয়ে দিয়ে চেক করে নিন। আপনার কাস্ট সার্টিফিকেট নম্বার বের হয়েছে কিনা।
৪) নাম্বার চলে আসলে নিকটবর্তী B.D.O/S.D.O অফিস থেকে সাটিফিকেট সংগ্রহ করুন।

Cast Certificate Website Link:-

Link

SC/ST/OBC Certificate Download Online:-

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Digilocker App ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর ওপেন করুন আধার কার্ড নাম্বার ও নাম, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে।
৩) এরপর সার্চে ক্লিক করে West Bengal থেকে Cast Certificate Option এ আসুন।
৪) এরপর কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিন ও সাবমিট করুন।
৫) আপনার সামনে আপনার কাস্ট সার্টিফিকেট চলে আসবে।

App Download Link:-

Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button