মোদী আমলেই ডলারের কাছে হুড়মুড়িয়ে পড়ল রুপির মান পৌঁছাল ইতিহাসের নিম্নতম পর্যায়ে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারতীয় মূদ্রার এমন হাল নতুন কিছু নয় মোদী শাসনকালেই এরকম দৃশ্য দেখা গেছে ভারতীয় টাকায়। মাত্র কয়েক দিনে ভেঙেছে আগের রেকর্ড, প্রতি ডলারের দাম পৌঁছেছে ৯০ টাকা ১৯ পয়সায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যা আমেরিকান ডলারের নিরিখে গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নিচে এসেছে।
ভারতীয় টাকার দামে লাগাতার পতনে প্রশ্নের মুখে পড়লেও কেন্দ্রীয় সরকারের এবিষয়ে কোনোরকম পদক্ষেপ দেখা যায়নি।
টাকার মানের পতনের খবর প্রতিনিয়ত উঠে এসেছে একের পর এক।

যদিও এ বিষয়ে বিশেষজ্ঞরা ধারণা করছে, মার্কিন শুল্ক নীতি রুপির দরপতনের মূল কারণ হিসেবে ধরে নিচ্ছে। এছাড়াও তারা আকাঙ্খা করছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি না হয়, তবে রুপির অবমূল্যায়ন আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম মঙ্গলবার ৮৯ টাকা ৮৫ পয়সায় পৌঁছেছে, যা সোমবার ছিলো ৮৯ টাকা ৭৩ পয়সার থেকে সামান্য বেশি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।